আমাদের কথা খুঁজে নিন

   

সব প্রাইভেট ভার্সিটিকে এক কাতারে ফেলা কি ঠিক ????

ব্লগের প্রাইভেট - পাবলিক ক্যাচাল এ আমি জডাই না। এ সম্পর্কে পোস্ট দেই না। তবে আজ না দিয়ে পারলাম না। প্রাইভেট এ পডি বলে নিজে জানি প্রাইভেট এর কি অবস্হা। সরাকারিতে যে ভাই বোনরা পডেন তারাও জানেন যে সরকারিতে কি অবস্হা।

আমার মতে যে যেখানে পডেন সেই বলতে পারেন সেখানের কি অবস্হা। কিছু কিছু ব্লগার আবার সবজান্তার মত পোস্ট দেন। জানি না এসব পোস্ট দেবার উদ্দেশ্য কি হিট না অন্য কিছু। আডাই বছরে ব্লগেতো কোনদিন কোন পোস্ট দেখেছি বলে মনে পডে না যেখানে ব্লগের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট দাবি করেছেন যে অমুক প্রাইভেট ইউনিভার্সিটি অমুক সরকারি ইউনিভার্সিটির তুলনায় ভাল। এসব কথা কখন আসে ? এর উত্তর হল কমেন্ট এ।

কারন কমেন্ট করার জায়গায় কাদা ছুডা ছুডি শুরু হয়। যা নিতান্তই ছেলে মানুষির পরিচয়। সেটা প্রাইভেট বা পাবলিকের দুই জনের জন্যই প্রযোজ্য। আসুন এবার নতুন একটি বিষয় দেখি। একজন ব্লগার" মেঘদুত বলছি " পোস্ট দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটিকে হেয় করে।

তার লিখার স্টাইল দেখেই বুঝা যায় তার মেন্টালিটি কেমন। এখানে পোস্ট টি আছে । এ ধরনের একটি লিখার জন্য আমরা জানি সাধারনত প্রাইভেট পাবলিক এর ভাল মন্দ বিচার করে তার পর একটি সিদ্ধান্তে আসা উচিত। উনার লেখা দেখে মনে হয়েছে উনি সব জানেন। সব বিষয়ে অগাধ দখল তার।

ইউজিসি , সরকার সব ফেল উনার কাছে। যে পএিকার একটা লিখা প্রসন্গে উনি পোস্ট টি দিয়েছেন সেই পএিকার চিঠি পএ বিভাগের সম্পাদক কিছুই জানেন না উনার কাছে কোর্স করে যেতে হবে। এবার আসুন ব্লগার মেঘদূত বলছি এর ব্লগিয় পরিসংখান দেখি। তার প্রফাইল দেখে আমার মনে হয়েছে এটা নিতান্তই হিট কাংখি একটা পোস্ট। একে তো ৪ মাস হয় ব্লগিং করেন , তার উপর টোটাল প্রফাইল ভিউ এর ৯০% ই এসেছে ঐ পোস্ট টি থেকে।

তিনি যেভাবে লিখেছে তা সুস্হ ধারার লেখার মঝে পডে বলে আমার মনে হয় না। যেভাবে সমালোচনা করেছেন ঢালাও ভাবে তাও আমার কাছে গ্রহনযোগ্য নয়। আপনাদের কাছেও গ্রহনযোগ্য হবে না আমি সিউর। এবার আসি কাদাছুডা ছুডির ব্যাপারে। এ ধরনের পোস্টের পর কমেন্টএ একে অন্যকে আমরা আক্রমন করি।

ব্যক্তিগত রেষা রেষি শুরু করি। ব্লগের পরিবেশ নোংরা হয়। অনেক সিনিয়র ব্লগার ভাই রা কমেন্ট করে লজ্জায় পডে যান। কিন্তু যে পোস্ট টা দিয়েছে তিনিই কিন্তু আসল কালপ্রিট। আমরা তাকে ভুলে যাই।

যা হওয়া মোটেও উচিত নয়। আমার মনে হয় এ ব্যাপারে যদি কোন পোস্ট দিতেই হয় তবে মনে রাখতে হবে সব প্রাইভেট বা পাবলিক ভার্সিটি এক নয়। আমাদের পোস্ট দেবার সময় অবশ্যই অবশ্যই এ ব্যাপারে খেয়াল রাখা উচিত। শেষ করব একটা ইংরেজি জনপ্রিয় বাক্য দ্বারা- Perfection itself is imperfect ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.