আমি একাকী মানসিকতার এক সাধারন মানুষ। এ গ্রাম থেকে ও গ্রামে যাই, অণুচক্রিকায় মায়া চন্দ্রিমা কালে বহমান,সূর্য থেকে সৌরজগতে। পাষাণ হৃদয় নামে কি কিছু আছে? হয়তোবা থাকবে; মলয়ে ভাবি ঘুর্ণিবার্তা,স্বাধীনচেতা। হাতরে ফিরি,শেষের বার্তা খুঁজি,নিঃস্বার্থ এই আমি। গরল ভাললাগা ফুসফুসের বারোটা বাজায়,চক্র পরে চক্র। কু-এর তেষ্টা অবিনাশী, মলয়ের শান করা আগমনি বার্তা শুনেছি,প্রাতঃকালে এই আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।