আমি ..............। সকলের রুচির প্রতি সম্মান রেখে বলছি ,
ভালোবাসা বলতে আমি যতটুকু বুঝি তা হল এটি এমন একটি চিন্তাধারা যা দুটি জিনিষের মাধ্যমে তৈরি হয়
১ঃ মানুষিক
২ঃ শারীরিক চাহিদা
তবে এখনকার দিনের আপু ভাইয়াদের দেখা যায় মানুষিক চাহিদার চেয়ে শারিরিক চাহিদা ই বেশী। তারা বয়ফ্রেন্ড বা গ্রালফ্রেন্ড বানায় শুধু তাদের শাথে মাস্তি করার জন্য অথবা তাদের দেহের স্বাদ পাবার জন্য। তাদের বেশিরভাগ ই জানেনা ভালোবাসা একটি মানুষিক চাহিদা মাত্র সেখানে শারিরিক চাহিদা থাকে তবে সেটা অন্ন বিষয়।
এখন ছেলেরা মেয়েদের সাথে রিলেশান করে কেবল মাত্র তাদের শরীরের স্বাদ পাবার জন্ন।
তারা জানেনা তাদের এই হীন উদ্দেশ্য একটি মেয়ের জীবনের কতবড় ক্ষতি করে দিচ্ছে। (যদি মেয়েটা সৎ হয়)
অপর দিকে মেয়েরা একটার পর একটা ছেলের সাথে সম্পর্ক করে শুধু ভাল ফাস্টফুডে খাবার জন্য অথবা বিশেষ কোন দিনে ছেলেটার সাথে গুরতে যাবার জন্য টার কাছ থেকে ভাল উপহার পাবার জন্য। এদের কে আমি বাজারি মেয়েদের থেকে আলাদা করেদেখিনা কেননা এরা বাজারি মেয়েদের মত অনেক ছেলর স্বাদ গ্রহনে অভ্যস্ত আমারা হয়ত এদের আলাদা করে দেক্তে ভয় পাই কারন এদের বাবার হয়ত অনেক টাকা অথবা এদের ফিগার ভাল অথবা আমরা এদের সাথে জুড়ে যেতে চাই।
তাই আমি ভালোবাসা এবং প্রেমে বিশ্বাস করি না।
বিঃ দ্রঃ-অনেকে মনে করবেন আমি ভালবাসার পক্ষে নই।
আমি ভালবাসার পক্ষে তবা আমি নস্টামির পক্ষে নই, কারন এরা যা করছে সেটা ভালবাসা নয় এটা নষ্টামি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।