আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা নিয়ে কিছু উক্তি...........

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ প্লেটো--- "প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে। " স্পুট হাসসুন--- "প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়।

" জর্জ চ্যাপম্যান--- "ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ। " টমাস ফুলার--- "ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। " কনফুসিয়াস--- "কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া। " এলিজাবেথ বাওয়েন--- "যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। " চার্লস কনটন--- "বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না।

'' হ্যাভনক এলিস--- ''ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃনা। '' কিটস্--- ''যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই। '' সমরেশ মজুমদার--- ''ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবাসে তা তারা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে সত্যি সত্যি অভিনয় করা শুরু করে তা তারা নিজেও জানে না। '' রবীন্দ্রনাথ ঠাকুর--- ''প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

'' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.