নিজে যাকে ভালো বলে বলে সে ভাল নয়। লোকে যাকে ভাল বলে ভাল সেই হয় আমি এই অসাধারন ব্লগটার সন্ধান পাই techtunes থেকে। ব্লগ এ প্রথম এসেই বুঝতে পারি সোনার খনিতে এসে পরেছি।
তখন ব্লগ পরে খুব মজা পেতাম। অসাধারন মানুষ গুলোর অসাধারন লেখা পড়ে,তাদের স্বাধীন মনোভাব, সচেতন চিন্তাধারায় তাদের এই দেশটার প্রতি ভালবাসার রুপ দেখে সত্যিকারেই খুব ভাল লাগত।
এখন যে ভাল লাগেনা তা না। এখনও খুব বেশি ভাল লাগে। তবে আগেরচেয়ে এখন ব্লগটা কেমন যেন মলিন হয়ে গেছে। তাই নয় কি?
অনেক কারনই আছে তবে কিছু কারনে আমার কাছে এমনটি মনে হয়। এই যেমনঃ
তরল সমস্যা
(১)রি-পোষ্ট।
(২)সাহায্য চাই পোষ্ট।
(৩)সাম্প্রতিক বিষয়ে প্রথম পাতায় একাধিক পোষ্ট।
(৪)বার বার নিজের ওয়েব সাইট/ব্লগ সাইট এর দিকে আহবান জানিয়ে পোষ্ট।
(৫)ধোঁকাবাজী পোষ্ট
আরও অনেক কারন থাকতে পারে বা আছে। কিন্তু নতুন হওয়ায় এখনও পুরাপুরি বুঝি না।
তার পরেও কয়েকটা উদাহারন দেই দেখেন হয় কিনা।
কঠিন সমস্যা
(১) ট্যাগিং পোষ্ট।
(২)আস্তিক নাস্তিক পোষ্ট।
(৩)পাদা ভাদা পোষ্ট।
(৪)গ্রুপিং।
আরও আরও অনেক আছে। তবে সব কিছু বুঝতে আরও কিছু টাইম লাগবে।
এখন আসি সমাধান এঃ
তরল সমাধান
(১) আপনার পোষ্ট পড়ে যদি ব্লগার নতুন কিছু জানতে পারবে/সবার জানা দরকার এমন হয় শুধু মাত্র তখন রি-পোষ্ট করবেন। তবে ব্লগের অফ টাইম এ রি-পোষ্ট করবেননা। বিশেষ করে সকাল ৯-১১ এবং সন্ধ্যা ৭-১১টা পর্যন্ত অনলাইন ব্লগার সংখ্যা বেশি থাকে বলে আমার মনে হয় তখন করলে অনেকেই আপনার পোষ্ট দেখবে ।
১ বার রি-পোষ্ট বিনা ২য় বার না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।
(২)সাহায্য চাইগনেরা আপনারা আপনাদের মূল্যবান পোষ্ট দেয়ার আগে ১বার বিষয় বস্তু অনুসন্ধাননামক বাম পাশের খালি বক্স এ(সাহায্যের বিষয়বস্তু) লিখে অনুসন্ধানঅপশন এ ক্লিক করে ১বার দেখে নিবেন যে আপনার ওই সমস্যার ব্যাপারে কোন সমাধান আছে কিনা। আশা করি পাবেন। আর টেকি পোষ্ট হলেও একবার এই কাজটা করে নিবেন। আর না পেলে পরে পোষ্ট করবেন।
(৩)এই ব্যাপারটা এতই খারাপ লাগে তা লিখে প্রকাশ করা যাবে না। এই যেমন কিছু দিন আগে বিপিএল নিয়ে প্রথম পাতা প্রায় পুরাটাই ভরা ছিল। শিরোনাম গুলা ছিলঢাকা গ্লেডিয়েটর জিতেছে সবাইকে অভিনন্দন টাইপ পোষ্ট। আপনাদের সবার কাছে আমার অনুরোধ যদি আপনারা সাম্প্রতিক বিষয়ে কোন পোষ্ট দেখেন তাহলে দয়া করে আর কোন পোষ্ট দিবেননা। যদি আপনার কাছে কোন আপডেট থাকে তাহলে দিবেন।
যেমনঃঢাকা গ্লেডিয়েটর জিতেছে সবাইকে অভিনন্দন। এই জন্য আমাদের এলাকার সব মানুষ ঘর থেকে বের হয়ে মিষ্টির দোকানে হানা দিয়েছে। মিষ্টি দোকানী এই জিতাটাকে ভাল ভাবে নিতে পারেনি। দোকানী জানান এর জন্য তার মিষ্টির দোকান থেকে অনেকেই বাকিতে মিষ্টি নিচ্ছে। দোকানী আরও জানান...................................................।
। শুধু মাত্র আপডেট থাকলে পোষ্ট দিবেন। এটাও একটা অনুরোধ।
(4)অনেক পোষ্ট দেখেছি যারা কোন কথা অর্ধেক শেষ করে বাকি অর্ধেকটা ১টা লিঙ্ক এ দেখিয়ে দেয়। যেমনঃ ফেসবুক এ সাইংআপ এখন থেকে একদম ফ্রী!!!!!আপনার কিছুই করা লাগবেনা।
আপনার সব কষ্ট এখন আমার। তার জন্য শুধু আপনাকে আপনার ক্রেডিটকার্ড এর পিন নাম্বারটা আমাকে sagu& এই ইমেইলএ মেইল করে পাঠিয়ে দিন। বিস্তারিত জানতে নিচের এই লিঙ্ক এ ক্লিক করে জেনে নিন। না জানলে কিন্তু সারা জীবন না খাইয়া মরবেন টাইপ পোষ্ট দেয়। যা অত্তান্ত বিরক্তিকর।
কি বলেন?
(৫)বাংলাদেশের একমাত্র টেলিফোন কোম্পানি টেলিটক দারুন ১অফার দিছেরে!একটা সিম কিনলে ১০ টা ফ্রী লগে ১০০০ টেকাও নাকি দিব। কিন্তু ভিতরে গেলে দেখা যায়ঃ ভাইরে ১টা সিমই চালাইতে পারিনা আবার ১০ টা। আর টেকা কি গাছে ধরে যে আপনারে ফিরি ১০০০ টেকা দিব?
তাছাড়াও তাড়াতাড়ি আইলে তাড়াতাড়ি পাইবেন। ফ্রী ক্রেডিটকার্ড একদম ফ্রী!!!কিন্তু ভিতরেঃ যা তোরে গদাম। বেটা ব্যাংকার রা কি মোর বাপ লাগে.........যা ফুট এইহানতে।
এই ধরনের লেখা দেখতে কার ভাল লাগে ১টু বলে যাবেন দয়াকরে।
এখন আসাযাক কঠিন সমাধানএ।
(১)এই ব্যাপারটা আমি যা বুঝছি>>আসলে এখনও ঠিক মত বুঝি নাই। এটার মানে মনে হয় কেও ১জন কোন ব্যাপার এ পোষ্ট করলে ওই পোষ্ট আরেক জনের ভাল না লাগলে পোষ্ট দাতাকে ছাগু,ভাদা,পাদা,রাজাকার,জামাতি,লীগ,দল এইসব কেটাগড়ি তে ফালায় এবং নতুন পোষ্ট প্রসব করে। এটা হল ব্লগ বিপর্যয়।
মানে ১ কথায় ব্লগীও অরাজকতা।
(২)এইটা আর কি বলব। এইরকম কোন পোষ্ট দেখলে শুধু ১টা গানের কথা মনে পরে যায়। লালনের গান।
এক কানা কয় আরেক কানারে,
চল আবার ভব পারে
নিজে কানা,পথ চেনেনা
পরকে ডাকে বারংবার।
এসব দেখি কানার হাট-বাজার।
আর কিছু বলার নাই।
তবে ১টা কথা,আসিফ মহিউদ্দিন সাহেবকে আমার কেন যেন অনেক ভাল লাগে। জানিনা কেন। দুয়া করি আল্লাহ যেন তাকে হেদায়াত করেন।
(৩)এই পোষ্ট গুলা যারা দেয় তাদের কলিজা হইল মুরগীর কলিজা। কারন তারা আকারে ইঙ্গিতে বুঝাইয়া দেয় যে তারা বাঙালী না(আবাঙ্গালি)। কিন্তু সরাসরি বলার সাহস পায় না। ওরা হইল লুল জাতি। ওরা ব্লগের পরিবেশ নষ্ট করতে অনেকাংশে দায়ী।
ওরা অন্যের গালি খেতে খুব পছন্দ করে। নুন খাই যার,গুন গাই তার ব্যাপারটা তাদের মধ্যে দেখা যায় না।
(৪)এই ব্যাপারে আমি একদম বিজ্ঞ-অজ্ঞ। কিছুই জানিনা। আপনারা এই ব্যাপার টা আমাকে বলবেন কি?
আরও কোন ক্যাটাগরি থাকলে আপনারা আমাকে জানাতে পারেন।
আর ভাই এই পোষ্টটা অনেক কষ্টে লিখছি। ভুল গুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশাকরি।
পুনশ্চঃ আমাদের এই প্রিয় ব্লগটাতে যেন আমরা ব্লগ ভাঙার আওয়ার না করে বাঁধ ভাঙার আওয়াজ করি। সকল ব্লগারকে আমার পক্ষ থেকে শুভকামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।