আমাদের কথা খুঁজে নিন

   

Somewhereinblog প্রতিবাদ


আমি এর একজন নিয়োমিত পাঠক। বেশ কয়েক মাস যাবত আমি নিয়োমিত ব্লগ পড়ে আসচ্ছি এবং মাঝে মাঝে লিখেও থাকি। আমি বিষয়টি লিখতে চাইনি তার পরেও আমাকে লিখতে হচ্ছে। আর সবচে বড় কথা হলো পাঠকের ইচ্ছে অনিচ্ছে বলে একটা কথা আছে। পাঠকের ইচ্ছে বিরূদ্বে কোন কিছু হলে স্বাভাবিক তার প্রতিবাদ আসবেই।

আমাদের সরকারী টেলিভিশন বিটিভিতে যেমন বিজ্ঞাপনের ফাকে ফাকে প্রোগ্রাম চলে সামুব্লগ এর অবস্হা এখন তেমন। যেমন ব্লগ খুলেই বড় একটা বিজ্ঞাপন, ২ই কলাম পড়তে পড়তে আবার আরেকটা বিজ্ঞাপন আবার ২ই কলাম পড়তে পড়তে আবার আরেকটা বিজ্ঞাপন এবং শেষে আবার বিজ্ঞাপন। আমরা ব্লগ ওপেন করি কি বিজ্ঞাপন দেখার জন্য নাকি লেখা পড়ার জন্য। বিষয়টি আসলে খুবই দৃষ্টি কটুর। সামুব্লগ এর কাছে আমার আবেদন আপনারা বিজ্ঞাপনের জন্য কত টাকা পেয়েছেন আমি আপনাদের তার দিগুন টাকা দিবো দয়া করে বিজ্ঞাপন গুলো মাঝখান থেকে সরিয়ে সাইডে দেবার জন্য।

কর্তৃপক্ষ বিষয়টি বিশেষ ভাবে ন জ র দিবেন। সকল পাঠকের পক্ষ থেকে আমাদের এই বিশেষ আবেদন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।