ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। আমাদের গ্যালাক্সির ২০০ কোটি নক্ষত্রের একটি নক্ষত্র সূর্য ৯ টি গ্রহ নিয়ে গঠন করেছে সৌরজগত। এই সৌরজগতে কেবল মাত্র পৃথিবীতে প্রানের অস্তিত্ব আছে। এবার বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে এবং আমাদের গ্যালাক্সির ভেতরে আরেকটি গ্রহে প্রানের অস্তিত্ব পেয়েছেন।
গ্রহটির নাম কেপলার ২২বি ।
চিত্রে দেখা যাচ্ছে, আমাদের পৃথিবীর সৌলার সিস্টেমের মত কেপলারেরও একটি সিস্টেম রয়েছে যেটির নাম কেপলার সিস্টেম। কেপলার সিস্টেমেও সৌরসিস্টেমের মত একটি সূর্য রয়েছে। ব্যাপক গবেষণার পর বিজ্ঞানীরা জোর গলাই বলছে যে এতে প্রানের অস্তিত্ব রয়েছে। কেপলারে বিভিন্ন গ্যাসীয় পদার্থের পাশাপাশি পানিপূর্ণ সাগর থাকার ব্যাপারেও বিজ্ঞানীরা আশা করছেন।
কেপলার পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
সুতরাং বর্তমান সময়ের অত্যাধুনিক স্পেস শাটলে করে পৃথিবী থেকে কেপলারে যেতে সময় লাগবে ২২ মিলিয়ন অর্থাৎ ২ কোটি ২০ লক্ষ বছর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।