মার্কিন মহাকাশ সংস্থা নাসা গত বৃহস্পতিবার জানিয়েছে, সৌরজগতের বাইরে ২৬টি গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছে তাদের কেপলার মহাকাশ টেলিস্কোপ মিশন।
নাসা জানায়, সবগুলো গ্রহই তাদের নক্ষত্রের খুব কাছ দিয়ে কক্ষপথে আবর্তিত হচ্ছে। এমনকি সৌরজগতে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ শুক্রের তুলনায় তাদের দূরত্ব আরও কম। গ্রহগুলো ছড়িয়ে আছে ১১টি সৌরজগতে। এগুলোর তাপমাত্রা এত বেশি যে সেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব।
এগুলোর পৃষ্ঠভাগের তাপমাত্রা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস। গ্রহগুলো কক্ষপথে ৬ থেকে ১৪৩ দিনের ব্যবধানে এদের নক্ষত্রকে একবার করে প্রদক্ষিণ করে।
তার পরও নতুন এই গ্রহগুলোর সন্ধান পাওয়ায় খুশি নাসার বিজ্ঞানীরা। ২০০৯ সাল থেকে কেপলার মিশনে এ পর্যন্ত যত গ্রহের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে, সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেল নতুন এই প্রাপ্তিতে।
নাসা সদর দপ্তরে কেপলার মিশনের বিজ্ঞানী ডৌগ হুডগিনস বলেন, ‘কেপলার মিশন শুরু হওয়ার আগে সৌরজগতের বাইরে সম্ভবত প্রায় ৫০০ গ্রহের অস্তিত্বের কথা জানতাম।
কিন্তু এ দুই বছরের মধ্যেই কেপলার ৬০টি গ্রহের অস্তিত্ব নিশ্চিত করল এবং দুই হাজার তিন শর বেশি খোঁজ পেয়েছে, যেগুলোও গ্রহ বলে প্রমাণিত হতে পারে। ’ এএফপি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।