যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর। একদিন ছিলে তুমি, সবকিছু পূর্ণ করে, আমিও ছিলাম স্বর্গসুখে, জগৎ সংসারে। হঠাৎ বিচ্ছেদ এসে গাড়ল বসত, কী জানি, প্রেম না বিরহে সুখী এ জগত। হয়তো প্রেমের পূর্ণরূপ ছিল অধরা, হয়তো বা বিচ্ছেদেই মন ছিল পাগলপাড়া। সুখ দিতে চেয়েছ আমায়, দাওনিকো স্বস্তি, প্রেমে তো ভরে না মন, যদি না থাকে প্রশস্তি। ভাবনার দোলাচলে ভাবি, নিয়তির এ কী বিধান- প্রেম বিরহের কিবা যায় আসে, যদি না থাকে সমাধান। তারপরও প্রেম আসে, লুটায় এ পায়ে, বেদনার ক্ষত আরও গভীর হয় বিচ্ছেদের ঘায়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।