দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
সাবেক আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়িতে দুটি বাইবেল পাওয়া গেছে। মঙ্গলবার বাড়িটি ভাঙার সময় একটি কক্ষের গোপন কুঠরি থেকে বাইবেল দুটি উদ্ধার করা হয়। এ সময় দুটি রেডিও সেটও পাওয়া যায়। সূত্র দ্য সান।
সূত্র জানায়, ইংরেজিতে লেখা একটি বাইবেলের কিছু লাইনে দাগ কেটে আলাদা চিহ্ন দেওয়া ছিল।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা-আইএসআই কর্মকর্তারা বলছেন, বাইবেলের এসব পৃষ্ঠায় অতীত এবং ভবিষ্যতের কিছু হামলা পরিকল্পনার সাংকেতিক চিহ্ন লুক্কায়িত থাকতে পারে। সংস্থাটির কোনো কোনো কর্মকর্তা মনে করছেন, বিন লাদেন খ্রিস্টধর্ম সম্পর্কে নিজের ধারণা আরও পরিষ্কার করতেই হয়তো বাইবেল রেখেছিলেন। সিআইএ’র এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকৃত বাইবেলের কপি এবং রেডিও সেট তদন্তকারী দলের হাতে দেওয়া হয়েছে। বাইবেলের কিছু পৃষ্ঠা বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে।
লাদেন সম্ভবত এসব পৃষ্ঠার লেখা নিয়ে বেশ আগ্রহী ছিলেন।
তিনি বলেন, ‘সম্ভবত তিনি (লাদেন) এসব পৃষ্ঠায় জিহাদ বা পবিত্র যুদ্ধ সম্পর্কে কী লেখা আছে তা জানতে চেয়েছিলেন। ’ যুক্তরাষ্ট্রের সিআইএ-এর প্রতিনিধিরা বাইবেল দুটি দেখতে চাইলেও পাকিস্তান-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান দোদুল্যমান সম্পর্কের কারণে প্রত্যাখ্যাত হয়েছে।
অ্যাবোটাবাদের এ বাড়িটি ভেঙে ফেলার পর এখানে একটা হাসপাতাল করার প্রস্তাব উঠেছে। কিন্তু স্থানীয়রা চাইছে এখানে একটি মসজিদ অথবা মাদ্রাসা তৈরি করা হোক। পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থিত এই বাড়িতেই মার্কিন নেভি সিলের সদস্যরা লাদেনকে হত্যা করেছিল।
পাকিস্তান সরকার কিছুদিন আগে বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।