বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে সামহ্যোয়ারইন ব্লগে ৬ বছর পার করে দিলাম। শেষ দুই বছর অবশ্য ফাঁকিবাজির উপর দিন কাটাইছি। মাসে গড়ে ১-২ টা করে পোস্ট করেছি। তবে এর মধ্যে অবশ্য যতোদিন অনলাইনে এসেছি তার সব দিন ব্লগের পোস্টগুলো দেখেছি, লগ ইন না করেই পড়েছি। ইদানিং কেন জানি ব্লগে অনলাইনে থাকার চেয়ে অফলাইনে থেকে কিছু কিছু পোস্ট পড়তেই ভালো লাগে।
হয়তো অতিমাত্রায় অলস হয়ে গেছি।
গত ৬ বছরে ব্লগিং করার বড় অর্জন অনেক অনেক সহ ব্লগারের সঙ্গে পরিচয়। আরও একটি ভালোলাগার অর্জন হলো ব্লগ বিষয়ক প্রথম বই লেখার সৌভাগ্য। এবারের অমর একুশে বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমার প্রথম বই 'বাংলা ব্লগের ইতিবৃত্ত'।
আরও অনেকগুলো দিন বাংলা ব্লগের সঙ্গে থাকতে চাই, অফলাইনে কিংবা অনলাইনে।
অলস যে হয়েছি তার প্রমাণ এই ছোট পোস্ট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।