জ্ঞান আমার শক্তি। কৌশল আমার অস্ত্র। দক্ষতা আমার সঙ্গী। সাফল্য আমারই। তুলসীপাতা শীতে সর্দি,কাশি,নাক দিয়ে পানি পরা,জ্বর জ্বর ভাব দুর করার জন্য তুলসীপাতার রস ভীষণ উপকারি।
তুলসীপাতা গরম
পানিতে সিদ্ধ করে সেই পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগজীবাণু মরে যাই। তুলসীপাতা কয়েক ফোটা মধু বা লেবুর রস মিশিয়ে চিবিয়ে খেলে ফুসফুস,কন্ঠ ও দাতের গোড়া ও মাড়ি ভালো থাকে। তুলসীপাতার রস পেটে ব্যাথা দূর করে । ম্যালেরিয়ার জ্বরে তুলসীপাতা খেলে জ্বর দ্রুত ভালো হয়। অ্যাসিডিটি,কোষ্ঠকাঠিন্য
দূর করতে তুলসী পাতার ভুমিকা অপরিহার্য।
তুলসীপাতা চা মস্তিষ্কে
অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। শীতের মৌসুমে ছোট বাচ্চাদের তুলসীপাতা খাওয়ালে কৃমি দূর হবে। তুলসীপাতাকে বলা হয় কুইন অব
হার্ব বা ঔষধি গাছের রাণী
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।