আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো জন্মদিনে ঘুম থেকে উঠে দেখলেন,আপনার প্রিয় স্বাদের আইসক্রিম কিংবা পিজ্জা বৃষ্টির মত পড়ছে আকাশ থেকে। কেমন লাগবে?
ফ্লিন্ট একজন পাগলা তরুন, নতুন নতুন আবিষ্কার করা তার নেশা,কিন্তু কোন আবিষ্কারই আদতে সাধারন মানুষের কোনো উপকারে লাগেনা। তাই ফ্লিন্টকে শহরের মানুষ প্রতিভাবান বিজ্ঞানী না ভেবে একজন পাগলা অঘটন কারি হিসেবেই জানে।
ফ্লিন্ট এর নতুন আবিষ্কার পানি থেকে সুস্বাদু খাবার তৈরি করতে পারে। ঘটনা ক্রমে মেশিনটি রকেটের মত উড়ে মেঘ মন্ডলে চলে যায় এবং বার্গার বৃষ্টি,আইসক্রিম তুষারপাত, জেলির পাহাড়, অর্থাৎ নানান মুখরোচক খাবারে ভেসে যায় শহরটি।
যে শহর ফ্লিন্টকে কিছুই দেয়নি, ফ্লিন্টই তাকে করে তোলে পৃথিবী বিখ্যাত। তবে অঘটন ফ্লিন্ট এর পিছু ছাড়েনা। অতিরিক্ত ব্যবহারের ফলে ওভারলোড হয়ে যায় মেশিন টি এবং আকাশ থেকে পড়তে থাকা প্রতিটি খাবারের আকার হয়ে যায় পাহাড়-পর্বতের সমান বড়।
গোটা পৃথিবী ধ্বংস হতে চলেছে ফ্লিন্ট এর মেশিন দিয়ে। ফ্লিন্ট কি করে রক্ষা করবে পৃথিবীকে???
দারুন মজার একটি ছবি, এই উইকএন্ড এ ফ্যামিলির সবাই কে নিয়ে দেখতে বসে যাওয়ার মত।
ছবিটা দেখতে দেখতে জিভে জল আসলে কিন্তু আমি দায়ি নই
মুভির নামঃ Cloudy with a Chance of Meatballs (2009)
http://www.imdb.com/title/tt0844471/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।