ও গানওয়ালা, আর একটা গান গাও আমার আর কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই! গত ২২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস এর সফট এক্স-পো ২০১২ তে বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য চালু হল আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে অ্যালার্টপে-র সুবিধা । এরই মধ্যে নতুন নতুন ব্যবহারকারী অ্যালার্টপেতে তাদের অ্যাকাউন্ট খুলেতে শুরু করেছেন। আমি গত ২৪ শে ফেব্রুয়ারি সেই মেলায় গিয়ে কথা বলি অ্যালার্টপে-র অফিসিয়াল কর্ম কর্তাদের সাথে।
প্রতিষ্ঠানটির সিসটেম পরিচালক “তানভীর আহমেদের” কাছে অ্যালার্টপে সম্পর্কে জানতে চাইলে তিনি আমাকে জানালেন “আমরা সবে মাত্র অ্যালার্টপে নিয়ে কাজ শুরু করলাম কিন্তু এই অল্প সময়ে মধ্যেই বাংলাদেশী ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন যদিও আমরা সাময়িক ভাবে কিছু সেবা নিয়ে শুরু করেছি কিন্তু আমরা খুব সিগরই আরও নতুন নতুন সেবা নিয়ে হাজির হব।
আগামী ছয় মাসের মধ্যে আমরা অ্যালার্টপের প্রিপেইড ডেবিট কার্ড সেবাও চালু করব বলে আশা করছি। আমাদের দেশের সরকার আমাদের সব কিছু একবারে দিতে রাজি হচ্ছেনা , তারা একটা একটা করে দিতে চায়। তাই যেহেতু আমাদের দেশের মানি লন্ডারিং আইন খুব কড়া তাই আমরা চেষ্টা করছি বৈধ পথেই যেন সমস্ত কাজ পরিচালনা করতে পারি। ” এভাবে তিনি আমার কছে তার অভিমত ব্যক্ত করেন।
আপনি অ্যালার্টপে’র ওয়েবসাইট [www.alertpay.co] m থেকে নিজস্ব অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
এর জন্য পরবর্তীতে প্রতি ট্রানজ্যাকশনে (সর্বোচ্চ ৫০০ ডলার) বাংলাদেশি ২৪০ টাকা ফি’র বিনিময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশে ব্যাংক এশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যালার্টপে। তবে সব ব্যাংকের মাধ্যমেই অ্যালার্টপে থেকে টাকা তোলা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অ্যালার্টপে বাংলাদেশর সমস্থ খবরা খবর জানতে তাদের অফিসিয়াল পেইজ লাইক করতে পারবেন।
পূর্ব প্রকাশিত আমার ব্লগে: খুব শিগ্রই আসছে অ্যালার্টপের প্রিপেইড ডেবিট কার্ড: তানভীর আহমেদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।