আমি ২৪ শে ফেব্রুয়ারি ব্লগ আড্ডায় যেতে পারি নাই নানান কারনে সেই দুঃখের কাহিনী আর নাই বলি । বই মেলায় গিয়ে শুধু বিষক্ত মানব আর ছোট মির্যা'র সাথে দেখা হয়েছে। আরো সবার সাথে দেখা করার খুবই ইচ্ছা..তাছার কারা কারা যেন আমাকে চিঙড়ির মাথা খাওয়াবেন বলে প্রমিজ করেও লাপাত্তা হয়ে গেছেন তো তাঁরা যদি আমাকে এখনও চিংড়ির মাথা ভাজা খাওয়াতে চান তাহলে চলে আসুন ২৯ শে ফেব্রুয়ারি বই মেলায় লিটল ম্যাগাজিনের চত্তরে। আমি বিকেল ৫টা থেকে রাত ৯টা বা ১০টা পর্যন্ত থাকব এবার প্রমিজ মিস করব না .. দেখা হবে কিন্তু..আর আমাকে চিনবেন কেমন করে ???? ঝকড়া চুলের পাগলী জাতীয় কাউকে দেখলে বুঝবেন সেটা আমি .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।