আমাদের কথা খুঁজে নিন

   

চিংড়ির মাথায় ম্যাজিক বল!!!

সোলায়মান ওজন বাড়াতে চিংড়ি মাছের মাথায় কৌশলে ঢোকানো হয়েছে ম্যাজিক বল। গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী শহরের বড় বাজারে অভিযান চালাতে গিয়ে অসাধু মাছ ব্যবসায়ীদের অভিনব এ পন্থা ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়ে। এ ঘটনায় প্রায় এক মণ চিংড়ি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন জানান, গতকাল রাতে বড় বাজারে মাছের পাইকারি আড়তে অভিযান চালানো হয়। এসময় চিংড়ির মাথায় ম্যাজিক বল পাওয়া যায়।

এগুলো এক ধরনের প্লাস্টিক বল, যা পানির সংস্পর্শে ফুলে বড় হয় ও ওজন বাড়ে। মূলত মাছের ওজন বাড়াতেই ব্যবসায়ীরা এটি করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতে আসছে বলে খবর পেয়ে মাছ বিক্রেতারা পালিয়ে যায়। পরে এই বল দেওয়া এক মণ চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা চিংড়ি ৪৭০ টাকা কেজি দরে নিলামে বিক্রি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ‘ মাছগুলো ফরমালিন মুক্ত হওয়ায় তা নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.