চাকাগুলো ঘুরে ঘুরে সাইকেল চলে যায় তোমার কাছে ক্ষমা চাইছি- পারিনি এতটুকুও করতে তোমার জন্য, তাই এখনও কাপুরুষের মত ক্ষমাপ্রার্থী। যখন তোমার স্বপ্নের ঘরগুলো নির্মম করে ভাঙ্গছিল হিংস্র প্রেতাত্নারা, যখন তোমার নীল পাখীগুলো লুটিয়ে পড়েছিল ব্যাধের তীক্ষ্ণ তীরে পারিনি একটু সাহস জরে বাধা দিতে, অথচ আমি তোমায় ভালোবাসি। অন্যায়ের প্রায়শ্চিত্ত করতেও ভয় হয় তাই তো অভিশাপ চাচ্ছি না আপন কর্তব্যের অক্ষমতায়। আমি কেমন স্বার্থপর! যখন তুমি বেরিয়ে এলে মেঘের কবল থেকে, ঠিক তখনই তোমায় নিবিড় করে বাঁধতে নির্লজ্জের মত হাত বাড়ালাম, তুমি ফিরিয়ে দাওনি গভীরভাবে বুকে টেনে নিয়েছ- হয়ত এই ভেবে আমি তোমার এক কাপুরুষ প্রেমিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।