আমাদের কথা খুঁজে নিন

   

অণুগল্প-১৩

এক. একিই বলে গেম । তেলে মাথায় তেল দেয়া । হ্যা শেয়ারবাজারের কথা বলছি । মার্কেটে যখন ১০০ টাকার শেয়ার ৩০০০ টাকা, ৩০ টাকার শেয়ার ৮০০০ টাকা হল তখন বাংলাদেশ ব্যাংক কিছুই বলল না । ডিরেক্টর মামুরা সব শেয়ার সেল করে টাকার কুমির বনে গেল ।

কেউ কিছু বলল না । আর এখন পানির দরে চলছে শেয়ারের দাম । আর মামুরা তাও কিনবেন না । কৃত্রিমভাবে পতন ঘটিয়ে এখন পানির দরে মামারা শেয়ার কিনছে । আবারও টাকা কামানোর ব্যবস্থা করানো হলো।

বিচার তো হলোই না বরং সুবিধা দেয়া হলো কালো টাকা সহ আরো অনেক কিছুর । আর বিরোধী দলও চেয়ে চেয়ে দেখল । আসলে এখানে চোরে চোরে মাসতুতো ভাই । হায়রে দেশ !! দুই. রিজার্ভ কমছে । ডলারের দাম বাড়ছে ।

রেমিটেন্স কমছে । তবুও মামুরা নতুন বিমান বন্দরের স্বপ্ন দেখছে !! তিন. যানজটের শহর ঢাকা । তার কলিজার মধ্যে আমাগো নেতাদের অফিস । পল্টন, গুলিস্তান , ধানমন্ডি আর হাওয়া ভবন সবই ঢাকার প্রাণকেন্দ্রে ! মিছিল মিটিং এ কী যে আনন্দঘন অবস্থা ! আর ঢাকার বুকে টার্মিনাল..মহাখালী, সায়েদাবাদ. আরও কত কী !! কেউ দেখে না আমাদের কষ্ট ! এগুলো যে কবে সরানো হবে !! চার. ভীনদেশী মামারা কলার লোভ দেখায় । আমরাও কলার পিছনে দৌড়ে কাঁচকলা দেখি ।

তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে , বিদ্যুতের দাম বাড়ে ! মামারা লোন দেয় । এবার তাদের কনসাল্টেন্সি নিতে হবে । তাদের জিনিসপত্র কিনতে হবে । তাদের কলার অর্ধেক ই তারাই খায় আর আমরা লোনের ভাড়ে নুইয়ে পড়ি । কবে যে লাতিল আমেরিকার মত বলতে পারব মামারা এবার বিদায় হও ! আমরা আর পারছি না এবার আমাদের মাথা তুলে দাড়াতে দাও ।

হ্যা ঠিকই ধরেছেন,আমি আই.এম,এফ আর বিশ্ব ব্যাংকের কথাই বলছি । পাঁচ. বিরোধীদলে থাকলে আমরা মামুদের কাছে নালিশ করি । সরকারীদলে থাকলেও তেল মালিশ করি ক্ষমতার জন্য । মামুরা আমাদের পরামর্শ দেয় । লোভী করে তোলে তাদের স্বার্থে জন্য ।

আমরাও ক্ষমতায় যাবার জন্য দেশটাকে বিকিয়ে দেই । কীসের দেশপ্রম , কীসের ভাবমূর্তি ! ক্ষমতাই চাই কেবল ! মামুরা তোমাদেরি জয় !! ছয়. কালকে স্বপ্নে দেখলাম রাষ্ট্রপতি কানা শামসুরে ফাঁসির কাষ্ট থেকে মুক্তি দিয়েছেন । এমা ! কিছুক্ষণ পরেই দেখলাম উনি আর সেই পদে নাই । ক্ষমতার পালাবদলে নতুন রাস্ট্রপতি এসে আগের রাষ্ট্রপতির ছেলের হত্যাকারী টেরা মফিজকে ফাসির কাষ্ট থেকে মুক্তি দিয়েছেন !!!! একেই বলে নিয়তি !!! সাত. আমি স্বপ্ন দেখি , আমি প্রধান মন্ত্রী হয়েছি । দেশের অবষ্থা ঠিক এখনকার মত ।

আমার আশেপাশে কোন সেকুরিটি নাই । পুলিশ নাই । এন.এস আই নাই । কী অবষ্থা হবে আমার !! আট. মামুরা মিছিল করছে । দেখি পুলিশও পিছু পিছু ।

মামুও গালি দিচ্ছে দেইখ ক্ষমতায় যদি যাই তোরে......। পুলিশও তেমনি ভাবে দিচ্ছে , তোরে আমি এমন বাড়ি দিমু যে.......। আমরা তো দেখে থ...... নয়. লোকটার বয়স ৭০ কি আশি , লোকে বলে চোর আবার কারও কাছে দরবেশ ! যাহোক তার খায়েশ হলো পলিটিক্স করবেন ! কি আর করা পারলেন না । দেশকে তিনি একটা মেডেল উপহার দিয়েছেন সত্যিই ,বাট এবার ক্ষমতায় এসে হেরে নিয়ে যা করা হলো তাতে তো আমাদের ভাবমূর্তি দেখার মত পরিবর্তন হলো !! কী দরকার ছিল বাবা হেরে নিয়ে নাড়াচাড়া করা ! ইনাকে তো কোন ঝামেলা ,ইভেন কোন রাষ্ট্রীয় ফাংশনে দেখা যায় না ! কেন এমন করলে বাবা !! দশ. আমি কিন্তু নিরাপদ দুরত্ব পছন্দ করি । যেমনটা আমাদের সুশীল সমাজ করে থাকেন ।

বা যারা দুর থেকে বলতে পছন্দ করেন রাজনীতি পইচা গেছে কিন্তু রাজনীতে যাবেন না । রাজনীততে যে কত প‌্যাচ তারা ভাই বোঝেন । সেজন্যই যান না । সমালোচনা করতে পছন্দ করেন । আমি ও তাদের দলে কারন রিভোলিউশন ঘটানোর মত যোগ্যতা আমার, এ পরিবারতন্ত্রের মাঝে নাই ।

তাছাড়া আমি ভাই আরামপ্রিয় মানুষ ..একটু তেলবাজি করলেই আমার চলে ! ডোন্ট মাইন্ড !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।