আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের লাল বাল্ব জলেছে ছয় বৃত্তশালী পিতামাতার সন্তানদের জীবনে ।

I don’t think anything অপ্রাপ্ত বয়স্ক প্রেমের ফল। অভিভাবকদের বলছি সচেতন হোন ▬•► দীপু বড়ুয়া (চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র, পিতা- বিশিষ্ট ব্যবসায়ী, মোটর পার্টস আমদানিকারক) ▬•► আবরার হোসেন সায়েম (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। পিতা- কর্ণফুলী পেপার মিল কলেজের প্রভাষক) ▬•► আরাফাত বিন সরওয়ার ( চট্টগ্রাম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী, পিতা- প্রবাসী) ▬•► আবদুল্লাহ আল মুতি ওরফে তানিম ( চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র! পিতা- এয়ার মাহমুদ রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের এম এ মাহমুদ রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার। ) ▬•► শাহতাব এমদাদ চৌধুরী ওরফে শিপুর ( চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।

পিতা- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকারেজ হাউসের কর্ণধার। ) ▬•► তানভির হাসান ওরফে রাশেদ (নগরীর রহমানিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পিতা-আবুল কালাম আজাদ বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সার মালিক। ) উপরে দেয়া এই ৬ জন হলেন সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া দুর্ধর্ষ চাঞ্চল্যকর কয়েকটি চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ৬ শিক্ষার্থী। আজকে এই ৬ জনকে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে তারা আসলে সঙ্গদোষে নষ্ট হয়েছে। তাদের একেকজন দু’তিনটা করে মোবাইল ফোন ব্যবহার করে। এদের সবাই গার্লফ্রেন্ড মেইনটেইন করে এবং তাদের পেছনে অনেক টাকা খরচ করে জানায় তারা। সপ্তাহে দু’তিনদিন নামিদামি রেস্টুরেন্টে খায়। পরিবার থেকে হাতখরচের টাকার পাশাপাশি তারা চুরি করেও খরচ করছিল।

তানিম ও দিপু এর আগেও দেবপাহাড় এলাকায় বিভিন্ন খালি বাসায় চুরি করেছেন। তাদের কাছে একটি মাস্টার চাবি আছে। এ চাবি দিয়ে যে কোনও ফ্ল্যাট বা বাসার তালা খোলা যায়। গত ১৬ ফেব্রুয়ারি নগরীর দেব পাহাড় এলাকার বাবা ভিলায় সাবেক সরকারি চিকিৎসক ডা. এস এম শামসুল আলমের বাসায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। মামলার সূত্র ধরে রোববার রাত ১০টার দিকে পুলিশ প্রথমে নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে থেকে তানিমকে গ্রেফতার করেন।

এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাসিরাবাদ এলাকার সানমার ওশান সিটির সামনে থেকে রাশেদ ও ফাহিমকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেবপাহাড় ও বহদ্দারহাট এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন জনের বাসা থেকে চুরি যাওয়া নগদ ৫ লাখ ২২ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার, ৫টি বিদেশি হাত ঘড়ি, একটি ল্যাপটপ ও দু’টি ভিসা ও মাস্টার কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দীপু বড়ুয়া চুরির টাকা থেকে ৪ লাখ টাকা তার বাবার কাছে জমা রাখে। ওই টাকা তার বাবা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে জমা রাখেন।

কিন্তু যখন এত টাকা দিপু তার বাবার কাছে নিয়ে যায় তার কি জিজ্ঞেস করা উচিত ছিলনা, এত টাকা তুমি কোথায় পেলে? কিন্তু বাবা সেটা করেননি। এভাবে অভিভাবকদের অসচেতনতা এবং পারিবারিক নৈতিক শিক্ষার অভাবে অনেক সম্ভাবনাময় কিশোর, তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। ’ আর তাই বলি,"School এর ছেলে-মেয়েরা(under17) প্রেম ভালোবাসার কথা বললে থাপ্পড় দেয়া উচিত" অপ্রাপ্ত বয়স্ক প্রেমের ফল। অভিভাবকদের বলছি সচেতন হোন ▬•► দীপু বড়ুয়া (চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র, পিতা- বিশিষ্ট ব্যবসায়ী, মোটর পার্টস আমদানিকারক) ▬•► আবরার হোসেন সায়েম (চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। পিতা- কর্ণফুলী পেপার মিল কলেজের প্রভাষক) ▬•► আরাফাত বিন সরওয়ার ( চট্টগ্রাম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী, পিতা- প্রবাসী) ▬•► আবদুল্লাহ আল মুতি ওরফে তানিম ( চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র! পিতা- এয়ার মাহমুদ রিয়েল এস্টেট ব্যবসায়ী।

তিনি চট্টগ্রামের এম এ মাহমুদ রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার। ) ▬•► শাহতাব এমদাদ চৌধুরী ওরফে শিপুর ( চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। পিতা- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি ব্রোকারেজ হাউসের কর্ণধার। ) ▬•► তানভির হাসান ওরফে রাশেদ (নগরীর রহমানিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পিতা-আবুল কালাম আজাদ বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সার মালিক।

) উপরে দেয়া এই ৬ জন হলেন সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ঘটে যাওয়া দুর্ধর্ষ চাঞ্চল্যকর কয়েকটি চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ৬ শিক্ষার্থী। আজকে এই ৬ জনকে সিএমপি কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা আসলে সঙ্গদোষে নষ্ট হয়েছে। তাদের একেকজন দু’তিনটা করে মোবাইল ফোন ব্যবহার করে। এদের সবাই গার্লফ্রেন্ড মেইনটেইন করে এবং তাদের পেছনে অনেক টাকা খরচ করে জানায় তারা।

সপ্তাহে দু’তিনদিন নামিদামি রেস্টুরেন্টে খায়। পরিবার থেকে হাতখরচের টাকার পাশাপাশি তারা চুরি করেও খরচ করছিল। তানিম ও দিপু এর আগেও দেবপাহাড় এলাকায় বিভিন্ন খালি বাসায় চুরি করেছেন। তাদের কাছে একটি মাস্টার চাবি আছে। এ চাবি দিয়ে যে কোনও ফ্ল্যাট বা বাসার তালা খোলা যায়।

গত ১৬ ফেব্রুয়ারি নগরীর দেব পাহাড় এলাকার বাবা ভিলায় সাবেক সরকারি চিকিৎসক ডা. এস এম শামসুল আলমের বাসায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। মামলার সূত্র ধরে রোববার রাত ১০টার দিকে পুলিশ প্রথমে নগরীর জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে থেকে তানিমকে গ্রেফতার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাসিরাবাদ এলাকার সানমার ওশান সিটির সামনে থেকে রাশেদ ও ফাহিমকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী দেবপাহাড় ও বহদ্দারহাট এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বিভিন্ন জনের বাসা থেকে চুরি যাওয়া নগদ ৫ লাখ ২২ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার, ৫টি বিদেশি হাত ঘড়ি, একটি ল্যাপটপ ও দু’টি ভিসা ও মাস্টার কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া দীপু বড়ুয়া চুরির টাকা থেকে ৪ লাখ টাকা তার বাবার কাছে জমা রাখে। ওই টাকা তার বাবা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে জমা রাখেন। কিন্তু যখন এত টাকা দিপু তার বাবার কাছে নিয়ে যায় তার কি জিজ্ঞেস করা উচিত ছিলনা, এত টাকা তুমি কোথায় পেলে? কিন্তু বাবা সেটা করেননি। এভাবে অভিভাবকদের অসচেতনতা এবং পারিবারিক নৈতিক শিক্ষার অভাবে অনেক সম্ভাবনাময় কিশোর, তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। ’ আর তাই বলি,"School এর ছেলে-মেয়েরা(under17) প্রেম ভালোবাসার কথা বললে থাপ্পড় দেয়া উচিত"  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.