গত পাঁচ দিন ধরে আফগানদের চোখে ঘুম নেই, খাওয়া-নাওয়া ঠিকমত নেই। কারণ মার্কিন সেনারা তাদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত হেনেছে। মার্কিন সেনাদের প্রতি আফগান জনগণের ক্ষোভ একদিনে সৃষ্টি হয় নি। তালেবানের রাজত্বের পর দেশটিতে শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার কথা বলে ত্রাণকর্তা হিসেবে মার্কিনীরা আফগানিস্তানে এসেছিল। কিন্তু বছরের পর বছর পার হচ্ছে মার্কিনীরা দেশটিতে শান্তি তো আনতে পারেই নি বরং অশান্তির আগুন দাবানলের মত ছড়িয়ে দিয়েছে সারা দেশে।
বেসামরিক মানুষ হত্যা, কোরান পুড়ানো, আফগানদের হত্যার পর লাশের উপর মুত্র ত্যাগ করা, ধর্ষণ করা হেন কাজ বাকি নেই যা মার্কিন সেনারা করে নি। তাই বহু দিনের পুঞ্জিভুত ক্ষোভ উদগীরন হচ্ছে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার ঘটনায়।
কোরআন পুড়ানোর ঘাটনার পর গত ২৩ ফেব্রুয়ারী দুই আফগান সেনার গুলিতে দুইজন ন্যাটোর সেনা নিহত হয়েছে। আজও দুই জন মার্কিন সেনাকর্মকর্তাসহ মোট চার মার্কিনী নিহত হয়েছে। অপর দিকে পুলিশের গুলিতে এ পর্যন্ত বিক্ষোভকারী নিহত হয়েছে ৩৬ জন।
(সূত্র এখানে পাওয়া যাবে)
কোরান পুড়ানোর ঘটনায় পাকিস্তানসহ অনেক দেশে বিক্ষোভ হয়েছে এবং হচ্ছে। ইরানসহ কয়েকটি মুসলিম দেশ এর নিন্দা করেছে। বাংলাদেশেও দায়সারা বিক্ষোভ হয়েছে। তবে লক্ষ্যনীয় হলো জামাত-শিবির এ নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের প্রভু সৌদি আরবেরও কোন প্রতিক্রিয়া নেই।
কারণ জামাত ব্যস্ত আওয়ামীলীগকে ক্ষমতা থেকে হটানোর কাজ নিয়ে, আর সৌদি আরব ব্যস্ত সিরিয়া থেকে বাশার আসাদকে কিভাবে উচ্ছেদ করা হবে তা নিয়ে।
এর আগেও দেখা গেছে, মার্কিনীরা ইসলামের অবমাননা করলে জামাআতে ইসলামীর কোন প্রতিক্রিয়া থাকে না । থাকলেও তা হয় দায়সারা গোছের। কিন্তু ভারতে কিছু ঘটলে জামাতের পালে হাওয়া লাগে বেশি।
তেমনি ফিলিস্তিনে ইসরাইলের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হলে যুক্তরাষ্ট্র যখন ভেটো দেয় তখন সৌদি আরব কিচ্ছু বলেনা।
কিন্তু আমরা দেখলাম সিরিয়া বিষয়ে যখন চীন ও রাশিয়া ভেটো দিল তখন সৌদি আরব সাথে সাথে চীন ও রাশিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এসব থেকে কি আমাদের বুঝার কিছু নেই ? অবশ্যই জ্ঞানি মানুষের জন্য এসব থেকে অনেক শিখবার রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।