নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৩ ,ফারাক্কা ব্যারাজের দুই স্লুইসগেটে ফাটলের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের চেয়ারম্যান আর সি ঝা ফারাক্কা ব্যারাজের ১৩ ও ১৬ নম্বর স্লুইসগেটে ফাটল তদন্তের দায়িত্ব পেয়েছেন বলে সরকারের বিভিন্ন সূত্র জানায়। ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফাটলের কারণে ফারাক্কা দিয়ে বাংলাদেশে অতিরিক্ত পানি চলে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগের পরদিন এ সিদ্ধান্ত এলো। বুধবার বিকালে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে অভিযোগ জানান মমতা। এরপর অবশ্য সাংবাদিকদের তিনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের খাতিরে গঙ্গা চুক্তি নিয়ে তিনি কোনো প্রশ্ন তুলছেন না। গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরে হতে যাওয়া তিস্তার পানিবণ্টন চুক্তি শেষ মুহূর্তে আটকে যায় মমতার আপত্তির কারণেই। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মেয়াদে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।