The First Online Newspaper of Comilla District
কুবি প্রতিনিধি:–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী পাঠাগারে দেশের সবচেয়ে জনপ্রিয় প্রত্রিকা দৈনিক আমারদেশ পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছে ভিসি ড. আমির হোসেন খান। গত সোমবার তিনি সহকারী লাইব্রেরিয়ান তারিক ভুইয়াকে ডেকে দৈনিক আমারদেশ না রাখার জন্য বলা হয়। ফলে পরদিন মঙ্গলবার থেকে কেন্দ্রীয় পাঠাগারে শিক্ষার্থীরা প্রিয় পত্রিকা আমারদেশ না পেয়ে এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে। এ ব্যাপারে সহকারী লাইব্রেরীয়ান তারিক ভুইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান উপরের নির্দেশে পত্রিকা রাখা বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় পত্রিকা হকারদের আমারদেশ বিক্রি না করতেও হুমকি দেয়া হয়েছে বলে জানায় হকাররা।
তবে কে বা কারা হুমকি দিয়েছে তা প্রকাশ করেনি। সাদা দলের শিক্ষকরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সত্যনিষ্ঠন সম্পাদক মাহমুদুর রহমান সত্য প্রকাশের বলিষ্ঠ সৈনিক। তাঁর সম্পাদনায় আমারদেশ এখন দেশের গণমানুষের পত্রিকায় রূপ নিয়েছে। ভিসি বিশ্ববিদ্যালয় পাঠাগার থেকে আমারদেশ বন্ধ করলেও শিক্ষার্থীদের সঠিক তথ্য থেকে বিরত রাখছেন। অবিলম্বে বিশ্ববিদ্যায় পাঠাগারে আমারদেশ রাখার দাবী জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের একাধীক কর্মকর্তা জানান, ভিসি পাঠাগার থেকে আমারদেশ বন্ধ করে হীনমন্যতার পরিচয় দিয়েছে। তারা আরও বলেন আমারদেশ সকল পাঠকের অন্তরে স্থান করে নিয়েছে। । এছারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাঠাগারে আমারদেশ বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক সমিতিরি সভাপতি আমিনুল হক ও শাহজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানস প্রমুখ।
বৃহত্তর কুমিল্লার তাজা খবর পড়তে .............. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।