কি বলব
মিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রী উত্ত্যক্তকারী দলীয় ক্যাডারের বহিষ্কার ঠেকাতে বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের স্থানীয় গ্রুপ। এ সময় তারা জোরপূর্বক ক্লাস-পরীক্ষা বন্ধ করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে ক্যাম্পাসের সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে। তাদের দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেয় তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রলীগ ক্যাডার নুরুল আমিন সবুজ।
সর্বশেষ গত ১৩ এপ্রিল ক্যাম্পাসে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ছাত্রীকে সবুজ শারীরিকভাবে লাঞ্ছিত ও ছুরিকাহত করে। পরবর্তীতে ওই ছাত্রীর লিখিত অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩১তম সিন্ডিকেট সভায় সবুজকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এ প্রেক্ষিতে নানা দাবির অন্তরালে তার বহিষ্কারাদেশ ঠেকাতে বৃহস্পতিবার সকাল থেকে পুরো ক্যাম্পাস জিম্মি করে রাখে ছাত্রলীগের স্থানীয় গ্রুপ। বিশ্ববিদ্যালয়ের সকল পরিবহন ক্যাম্পাসে পেঁৗছার পরপর একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় তারা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের অবরুদ্ধ করে রাখে এবং শিক্ষার্থীদের এ আন্দোলনে অংশ নিতে হুমকি দেয়। ভীত-সন্ত্রস্ত ছাত্রছাত্রীদের অনেকেই তখন নানা কৌশলে ক্যাম্পাস থেকে পালিয়ে আসে বলে জানা যায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, টায়ারে অগ্নিসংযোগের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়া তাদের দাবি মেনে নেয়া না হলে লাগাতার ধর্মঘট চলবে বলেও ঘোষণা দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।