আমাদের কথা খুঁজে নিন

   

পাকাচুলের সেন্টমার্টিন ভ্রমণ: ২য় পর্ব ছবিব্লগ

ঐ যে, সেন্টমার্টিন দেখা যাচ্ছে!!! আর একটু কাছ থেকে নারিকেল জিঞ্জিরা। আরো কাছে সেন্টমার্টিন। খুব সুন্দর। দ্বীপের একপ্রান্তে। সেন্টমার্টিনের একটা কটেজ।

সাগরপাড়ে কিছু টং দোকান। সেন্টমার্টিনের প্রবাল। এরা একটা বড়গ্রুপ এসেছিলো উত্তরবঙ্গ থেকে। প্রবালের ফাঁকে ফাঁকে ছোট ছোট কিছু মাছ দেখা যাচ্ছিলো। তারা সবাই খুব আগ্রহ নিয়ে মাছ ধরার চেষ্টা করছিলো।

এরা সাতার কাটতে নেমেছে সেন্টমার্টিনে। আবারও প্রবাল। এই ট্রলারটা জোয়ারের সময় এসে ভিড়েছিলো। আটকা পড়ে আছে এখন। সাগর পাড়।

নারকেল জিঞ্জিরার নারকেল গাছ। সেন্টমার্টিন থেকে সাগরের সৌন্দর্য্য। সেন্টমার্টিনকে বিদায় দিয়ে ফেরত আসছি টেকনাফের পথে। কিছু মাছ ধরার নৌকা দেখা যাচ্ছে। নাফ নদীর ওপারে মিয়ানমার।

সীমান্তে কাটাতারের বেড়া দেখা যায় জাহাজ থেকেই। সূর্য্য ডুবি ডুবি করছে। জাহাজের সামনে মানুষজন ভীড় করেছে । টেকনাফে জেটি ঘাটের বিপরীতে। বাঙ্গালী খালি উপরে উঠতে চায়, তাই এই অবস্হা।

জাহাজ সব একে একে ঘাটে ফিরে আসছে। জেটিঘাট, এখন ভাটা হয়ে গেছে নাফ নদীতে। এই সেই বাস, এটাতে করে আমরা কক্সবাজার থেকে টেকনাফ আসা যাওয়া করলাম। প্রথম পর্ব প্রথম সেন্টমার্টিন যাত্রার কিছু এলোমেলো ছবি :: প্রথম পর্ব আরো দেখতে পারেন। ২য় দফা হানিমুন: কক্সবাজার, সেন্টমার্টিন, বান্দরবান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।