আমাদের কথা খুঁজে নিন

   

হাকিমপুরে ফেন্সিডিল উদ্ধার, আটক ৩

এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক হয়েছেন প্রাইভেটকার চালক দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের রিয়াজুল ইসলাম (২৫), নবাবগঞ্জ উপজেলার আহমদনগর গ্রামের সোহাগ বাবু (২৩) ও জয়পুরহাটের পাঁচবিবির বহরমপুরের আবুল হোসেন (৩২)।
হাকিমপুর থানার ওসি এস এম আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বোয়ালদাড় ব্রিজের কাছে হিলি সীমান্ত এলাকা থেকে আসা প্রাইভেটকারটি থামিয়ে পুলিশ তল্লাশি করে তিনশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পুলিশের এএসআই মাহফুজার রহমান বলেন, তিনি নিজে বাদী হয়ে থানায় বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।