শাফিক আফতাব-------- স্কার্ফে মুখ ঢাকা তার, ত্রিপলে ঢাকা তার মূলধন, গোপণ গহ্বর থেকে ভেসে আসছে বনফুলঘ্রাণ ; তার ভাঁপেই আর্তের মতোন চনমন করে মন, আমার নির্জনে তখন অজস্র দহন আর কলতান। বাতাসের ঝাঁপটায় দুলে উঠে গোল গোল বেলুন, স্পর্শে টগবগ করে ওঠে সমুদ্রের পেটের মতোন ; আলগোছে ক্রমশ নিঃসরিত হয় আবহমান নুন, কত মধুর তখন পরস্পরের বাক্য আর কথন। রক্তের নির্যাসে সর জমে হয় পুলকের বিন্দু বিন্দু জল, তারি তরে অধিরা এই চৈত্রের কাঠফাটা দুপর ; তারি জন্য আমাদের পরস্পরের মালাবদল, আমরা দুজনে চলি ভাওয়ালগড় আর মধুপর। দুজনে দুজন আলিঙ্গনে পরস্পর একাকার ; তাই মিটি মিটি আকাশে লক্ষকোটি তারার। ০৪.০৪.০২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।