আমাদের কথা খুঁজে নিন

   

চণ্ডিদাসীয় বৈষ্ণব্য পদাবলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

চণ্ডিদাসীয় বৈষ্ণব্য পদাবলি শাফিক আফতাব................... আমায় তুমি ভরিয়ে দিলে ভালোবাসার ঋণে তাইতো আমি বেঁচেই থাকি সারা রাত্রিদিনে তোমায় ভেবে দিনগুলি সব যায় যে হাওয়ার সাথে কী আনন্দ জমিয়ে থাকে মনের কোনে প্রাতে ও সখী মোর খুলিয়ে ধরো তোমার গোলাপ ফুল তোমার জন্য কাঁদে আমার কাতর উৎসমূল এবার তুমি দিবে কিন্তু মিলন মধুর রাত আজকে তবে বাকী চাহিলে মাথায় দেবো হাত। আজ নিশীতে নগদ বিক্রি বাকী খাতা শূন্য ও প্রেয়সী আজকে রাতে আমায় করো পূর্ণ তোমার ভেতর স্নান সেরে পাবো পুলক বান আজ বাঁশিতে বাজবে সখি পুরোন পাগল তান আমায় তুমি ঋদ্ধ করো ভরিয়ে তোলো সখি মদির মধুর রাত্রি কাটাই বলবে কিছু কী ? ০১.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.