আজ সারা বিশ্বে উদযাপিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি । রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এদিনে নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন সালাম বরকত রফিক শফিউর সহ নাম না জানা আরো অনেকে । তাদের সেই মর্মান্তিক দিবসটি আমরা ফাল্গুন মাসে উদযাপন করতে পারলে দিবসটির স্বার্থকতা খুজে পাওয়া যেত । গত ১৯ তারিখ দৈনিক আমার দেশে প্রখ্যাত কবি আসাদ চৌধুরী অত্যন্ত আক্ষেপ করে বলেছিলেন " ষাট বছর পরও আমাদের আত্মসম্মানবোধে সন্কট রয়ে গেল ।" বস্তুত যেই ভাষার জন্য আমার ভায়েরা জীবন দিল সেই বাংলাকে কি আমরা সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে পেরেছি ? বাংলায় লেখা সাইনবোর্ড বা বিলবোর্ড আজকাল খুজে পাওয়া বড়ই মুশকিল ব্যাপার। শিক্ষার মাধ্যম হিসেবে সর্বস্তরে আজও বাংলার প্রচলন হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার পরিবর্তে ইংরেজিতে পড়ানো হচ্ছে। আমাদের দেশের ইংলিশ মিডিয়ামের ছাত্রদেরকে কি আমরা বাংলায় অভ্যস্থ করতে পারছি ??? তাহলে কি এর জন্যই আমার ভায়েরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন দিয়েছিলেন ???????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।