♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম দেখা হয়নি কিছুই। যদিও আমার সময় হয়ে উঠেনা কিছু দেখবার মতো। তবুও মাঝে সাঝে ডুব দেই আর কি.... এবার গিয়েছিলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সেখান থেকে গিয়েছিলাম জয়াগ নামক স্থানটিতে উদ্যেশ্য গান্ধী আশ্রম দেখা........ আমার সাথে ছবিতে চোখ বুলিয়ে মাত্র ৫ মিনিটেই দেখে নিন কারো কারো অজানা এই জাদুঘরটি গান্ধী আশ্রমে ঢোকার প্রবেশপথ আশ্রম ও গান্ধী জাদুঘরের সদর দরজা জাদুঘরের ভেতরের রাখা ছবিগুলো-১ জাদুঘরের ভেতরের রাখা ছবিগুলো-২ জাদুঘরের ভেতরের রাখা ছবিগুলো-৩ জাদুঘরের ভেতরের রাখা ছবিগুলো-৪ গান্ধীজির প্রতিকৃতি উনার ব্যবহৃত কাপর ১৯১৫ সালে তোলা আফ্রিকা থেকে ফেরার পথে গান্ধী ও কস্তুরভা গান্ধী আশ্রমের পাশেই নাম না জানা পুরোনো কিছু মন্দির পুরোনো শিব মন্দির শ্মশানের পাশেই এই মন্দিরটি প্রায় শেষের পথে এলাকার জনমানুষ নো ইন্টারেস্টেড মুক্তিযুদ্ধে উৎসর্গ হওয়া বীর শহীদদের জন্য সামান্য বেদী অভূতপূব জমিদারের মন্দিরে এখন আবর্জনা ঠাসা থাকে স্থানীয় জনগন এটাকে গোয়ালঘর বানিয়ে রেখেছে জমিদারবাড়ীর একটা অংশ নোয়াখালীতে নৌকায় করে নদী পাড়ি দিচ্ছেন গান্ধী নোয়াখালীতে গান্ধী উপরে যে জমিদারবাড়ীর ছবি দিয়েছি সেটাই যখন গান্ধীজি এসেছিলেন তখন এমন ছিল। ব্যবহৃত জিনিসপত্র ২২ সেপ্টেম্বর ১৯৩১ সালে স্ক্যানিং শহরে চ্যার্লি চ্যাপলিনের সঙ্গে গান্ধীজি ১৮৯৯-১৯০০ সালে বোয়ের যুদ্ধকালীন সময়ে তোলা ভারতীয় এ্যম্বুলেন্স বাহীনির সাথে । ১৯০০ সালে আইন চর্চা শুরু করার সময়ে তিনি। ১৯০৬ সালে তোলা ছবি। ১৯০৯ সালে সত্যাগ্রহ আন্দেলনের সময় তোলা ছবি। তৎকালীন সময়ে দ্যা স্টেটসম্যান পত্রিকায় তার শেষকৃত্যের সংবাদ অ:ট (নোয়াখালী ঘুরে দেখার মতো তেমন কিছু নেই একসময় ছিলো অনেক কিছু কিন্তু সংরক্ষনের অভাবে তার বিলুপ্তি ঘটে গেছে। ইতিহাস বলে নোয়াখালীর লক্ষিপুরে রাজা লক্ষীনারায়ন থাকতেন মাটি খুড়লে এখনো হয়তো মিলবো কিছু প্রত্নতাত্বিক নিদর্শন কিন্তু কে করবে এসব? সময় কোথায় এসব করবার) ------------------------------------------------------------------------- উৎসর্গ নাআমি ও রেজোওয়ানা আপু (উনারা সুন্দর সব ছবি পোষ্ট দেন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।