আমাদের কথা খুঁজে নিন

   

"সামহোয়্যার ইন ব্লগ" কেন এলাম? কিভাবে এলাম?

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই ব্লগ সম্পর্কে আমার ধারনা খুব নেই বললেই চলে । কখনো ছিলওনা। ব্লগ বলতে বুঝতাম ব্লগস্পটগুলোকে যেখান থেকে খুব সহজেই বিভিন্ন ফাইল ডাউনলোড করা যায়। খুব বিচ্ছিন্নভাবে শুনেছি বাংলা ব্লগ সম্পর্কে, কিন্তু কখনো আগ্রহ বোধ করিনি।

ব্লগে প্রথম লেখা আমার সেপ্টেম্বর ২০১২ এর এক দিনে। তখন হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ সিনেমা নির্মাণের পর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ফেসবুকে একজন গালি দিচ্ছে তো আরেকজন ব্যঙ্গ ছবি পোস্ট করছে, একজন ইউটিউব ব্যান করতে বলছে তো আরেকজন আমেরিকা কে দোষারোপ করছে। তো আমিও কম কিসে... দিলাম একটা ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করে, ৪/৫ টা কমেন্ট পেলাম, কতগুলো লাইক পেলাম, ব্যস আমার দায়িত্ব শেষ। এরই মাঝে একদিন একটা পোস্ট দেখলাম, ঠিক মনে নেই তবে পোস্টটা এরকম ছিল, সামহোয়্যার ইন ব্লগকে নিষিদ্ধ করা হোক সামহোয়্যার ইন ব্লগ বাংলাভাষায় স্বাধীন মতপ্রকাশের কথা বলে ইসলাম ও মুসলমানদের বিপক্ষ শক্তিকে সহায়তা করছে।

উক্ত ব্লগের পরিচালকরা হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ব্যঙ্গ লেখা প্রকাশ করছে। অনেক প্রতিবাদের মুখেও তারা লেখা ও লেখককে ব্যান করছে না। তাই আসুন, আমরা সব মুসলমান সামহোয়্যার ইন ব্লগকে নিন্দা জানাই এবং নিষিদ্ধ করার জোর দাবি জানাই। " উপরের পোস্টটি ফেসবুকে দেখে ভাবলাম সামহোয়্যার ইন ব্লগকে খারাপ যেহেতু বলছে, একটু গিয়ে দেখিতো আসল ঘটনা কি? আমি একটা জিনিস বিশ্বাস করি, না জেনে মন্তব্য করা ঠিক নয়, সেটা ভালো হোক কিম্বা মন্দ। তাই দেখতে এলাম।

দুঃখের বিষয় যেই পোস্টটি সম্পর্কে পড়েছিলাম তা ততক্ষণে মডারেটর কর্তৃক মুছে ফেলা হয়েছিল। পোস্টে কি লেখা ছিল, কতটুকু খারাপ লেখা ছিল, আসলেই কিছু ছিল কিনা কিছুই জানা হলনা। মাঝখান থেকে আমি হয়ে গেলাম একজন নতুন ব্লগার............ এখানে এসে খুঁজে পেলাম আমার হাইস্কুল বন্ধু কালা মনের ধলা মানুষকে যিনি একজন প্রতিষ্ঠিত ব্লগার এবং একজন চমৎকার লেখক। ওর "রাগান্বিত গালিবাজ মুসলিম (??)" এবং "“ইন্ডিয়া বাংলাদেশের জন্মদাত্রী মা” এবং আমাদের ধর্মীয় সম্প্রীতির মিথ" এই দুটি লেখা আমাকে প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগের পোস্টগুলো পরার জন্য অনুপ্রানিত করেছে। আমার ১৯৯৮-২০০৫ পর্যন্ত লেখা কিছু ছড়া-কবিতা ছিল।

ভাবলাম লেখাগুলো ছাপানোর একটা প্ল্যাটফরম পাওয়া গেল। আমি ফিরে পেতে চাইছিলাম আমার সংস্কৃতিমনা সত্ত্বাটিকে... আমার এক ছোটভাই আমাকে প্রশ্ন করেছিল, "ভাই, আপনি বর্জন করার কথা শুনে বর্জন তো করলেনই না উলটো নিজেই জড়িয়ে গেলেন ?" ওকে বলেছিলাম, "সামহোয়্যার ইন ব্লগের অধিকাংশ ব্লগার যদি সত্যিকার অর্থে খারাপই হয়, তাহলে তো আমার সেখানে থাকাটা আরও বেশী জরুরী। কেননা, একটা খারাপ লেখা যদি ছাপা হয়, আর আমি সেখানে জড়িত না থাকি তাহলে তো আমি সরাসরি তার প্রতিবাদ করতে পারব না। খারাপ ভাবলেই যে তার কাছ থেকে দূরে থাকতে হবে, তাকে ঘৃণা করতে হবে, কে বলেছে তোমাকে? কাছে গিয়ে দেখনা, সে কি আসলেই খারাপ নাকি এটা অপপ্রচার। যদি খারাপ হয় তবে তাকে শুধরানোর দায়িত্ব কি তোমার নয়? আর ইসলাম ধর্মে নিশ্চই দায়িত্ব এড়িয়ে গিয়ে বড় বড় কথা বলতে বলেনি, তাই না?" ভাইটি আমার আর কিছুই বলেনি...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.