সম্প্রতি সারা বাংলাদেশে হ্যাকাররা একটা আলোচিত বিষয়।
আমি নিজেও তাদের সাথে কিছুকিছু বিষয়ে শেয়ার করেছি।
বর্তমানে তাদের কিছু কার্যক্রম আমাকে মর্মাহত করছে তাই তাদের উদ্দেশ্যে খোলা চিঠি।
হ্যাকার ভাইয়েরা দেশের জন্য যা করছে তার জন্য সত্যি আমার গর্ব হয়।
সারা বিশ্বে সবসময় হ্যাকাররা আলোচিত বিষয়।
কিন্তু কখনো প্রকাশ পায়না কোন ওয়েবসাইট কে হ্যাক করেছে। আমাদের হ্যাকার ভাইয়েরা প্রতিটি ওয়েব সাইট হ্যাক করে আর সগর্বে সামু আর ফেস বুকে জানান দেয় তারা কি করছে। ফলশ্রুতিতে কে্উকেউ তাদের ভয় দেখানোর জন্য নানান মিথ্যা খবর দেয়। এমনকি এই মিথ্যা খবরের জালে পড়ে এক গ্রুপ হ্যাকিং বন্ধেরও ঘোষনা দিয়ে বসে। তবে কি তারা মিডিয়াতে আসার জন্য হ্যাকিং করছে।
প্রতিদিন বিভিন্ন চ্যানেলে আর খবরের কাগজে তারা সংবাদ পাঠায়। ভাই, আপনাদের সংবাদ পাঠানোর তো দরকার নেই। আপনারা সংবাদ হলে সংবাদ পত্র আর চ্যানেল গুলোই আপনাদের পিছনে ঘুরবে সংবাদ নেয়ার জন্য।
আমি জানি এখন আমি যদি ভারতের পক্ষে কোন কথা বলি তবে আমাকে ভারতের দালাল বা বিভিন্ন কথা বলা হবে। তবে ভারত সারা বিশ্বে আইটির উপরে কাজ করছে।
আমরা এই লাইনে নতুন। হ্যাকার ভাইদের কাজ দেখে মনে হচ্ছে আমরা তাদের সরিয়ে বাইরের কাজ গুলো ধরতে পারবো। কিন্তু তাদের ছোট করে দেখার সুযোগ নেই। তারা হয়তো তাদের কাজ নিয়ে ব্যস্ত, অকাজ করার সময় তাদের নেই। কারন তাদের ওয়েব সাইট হ্যাক তো তারা ঠেকাতে পারবেনা।
পারবে আমাদের ওয়েব সাইট হ্যাক করতে। যে সময় ওয়েবসাইট হ্যাক করে নষ্ঠ করবে সে সময় তারা কাজ করে টাকা উপায় করতে পারবে। হয়তো ছোট খাটো ২/১ টা গ্রুপ আমাদের কাজের প্রতিবাদ স্বরূপ আমাদের কিছু সাইট হ্যাক করছে।
আর একটা কথা, আপনারা ফেস বুকের দেয়ালে বা সামুতে বিভিন্ন সফটওয়্যার আর কিভাবে হ্যাকিং করতে হবে তা দিয়ে দিচ্ছেন। এটাতো স্বীকার করবেন জাতি হিসাবে আমরা হিংসা পরায়ন।
কয়েকদিন পর হয়তো আপনাদের যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু ওই টুলস গুলো কিন্তু সাধারন অনেকের কাছে থেকে যাবে। পরবর্তীতে কারো সাথে কোন সমস্যা হলে তারা ওই টুলসের সাহায্যে নিজের দেশের ওয়েব সাইটই হ্যাক করবে। তাই আমার মনে হয় আপনারা যারা এই কাজ গুলো করছেন তাদের বাইরে এই জিনিস গুলো না যাওয়া উচিত।
আপনারা দেশের জন্য যা করছেন তা প্রশংসনীয় কিন্তু ভবিষ্যতের কথাও মাথায় রাখতে হবে।
আমার কথায় কেউ কষ্ট পেলে দুখিঃত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।