আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন বয়েস তখন দশ হয়েছে মাত্র, তখন আমি ক্লাস ফোর-এর ছাত্র লেখা পড়ায় মন বসে না, তাই- বাবার হাতে কান মলা খাই। আমায় নিয়ে চিন্তা করেন বাবা, আমি নাকি মস্ত বড় গাধা পরীক্ষাতে নম্বর পেলে কম খেতে দিবেন বুট, চানাচুর, গম। এইনা শুনে আমার সহপাঠী, ক্লাস জুড়ে করতো মাতামাতি হট্টগোলে এলেন রাগী স্যার, সবাই খেল বে-হিসাবী মার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।