আউলা মাথার বাউলা পোলা। চীনা ও তুর্কী গবেষেকদের সমন্বয়ে গঠিত নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল নামক হংকং ভিত্তিক একটি সংস্থা ২৭ এপ্রিল ২০১০ সালে নিশ্চিত করে যে, তুরস্কের মাউন্ট আরারাত এর ১৪,৭০০ ফুট উঁচুতে স্তরীভূত কাঠের জাহাজের সন্ধান পাওয়া গেছে। এর কয়েকটি ছবি প্রকাশ করে তারা দেখিয়েছেন, জাহাজটির গঠন কাঠামো এবং অভ্যন্তরিন অন্যান্য নিদর্শন থেকে তারা৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটিই কোরান ও বাইবেলে উল্লেখিত নূহের কিস্তি। কিস্তির একটি ছবি সুবহানআল্লাহ সংস্থাটি জাহাজের কার্বন পরীক্ষাও সম্পন্ন করেছেন। তারা জানিয়েছেন, এ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে স্তরীভূত কাঠের বয়স ৪,৮০০ বছর। উপরের ছবিতে দেখা যাচ্ছে আবিস্কৃত জাহাজের একটি অংশ। আবিস্কৃত জাহাজের একটি প্রকোষ্ঠে লম্বা কাষ্ঠ-খন্ডের দেয়াল। জাহাজের অন্য একটি কক্ষের দেয়ালে এমন তাক খুঁজে পাওয়া গেছে, যা থেকে বুঝা যায় এখানে পশু-পাখি রাখার ব্যবস্থা ছিলো। ------------------------------------------------------------- উৎসঃ এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।