আমাদের কথা খুঁজে নিন

   

অতৃপ্তির পাত্র হাতে- তোমার চোখের কাছে

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি ॥ সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর, বেঁধো না আর কুলের কাছাকাছি ॥ মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা । ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেরে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥ সকালে ঘুম থেকে ওঠার পরই খুব অস্থির লাগছে এবং মনে হচ্ছে আজ একটি বিশেষ দিন । বিশেষ দিনটা কি মনে করতে পারলাম না । খবরের কাগজ হাতে নিলাম । আজ ১৪ ফেরুয়ারী ।

২ ফাল্গুন ১৪১৮ । ২১ রবিউল আউয়াল ১৪৩৩ । অভিনেতা হুমায়ূন ফরিদী মারা গেছেন । তার সাথে বেশ কয়েকবার কথা হয়েছিল মোবাইলে । তিনি শুধু বলতেন- এফডিসিতে আসো আড্ডা দেওয়া যাবে ।

গতকাল ছিল পহেলা ফাল্গুন । চারুকলার বকুলতলায় গতকাল ভোর থেকেই ছিল ফাগুনের উৎসব । ফাগুনের উৎসবে ছন্দপতন ঘটে-বিষাদ ছুঁয়ে যায় অনাকাংক্ষিত হুমায়ূন ফরিদী আর নেই ! মৃত্যুর চার দিন আগে তিনি বলেছিলেন- 'যাকে আমি চাই, সে আমাকে চায় না । আর আমি যাদের চাই না, তারা আমার পিছু ছাড়ে না । ' বইমেলাতে তরুন-তরুনী হাঁটছে কিন্তু কারো মুখে কোনো হাসি নেই ।

"শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই, আমি তাই চাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর । সব দিনই আমার কাছে সমান । কিন্তু অস্থির লাগছে কেন ? কারো জন্যই কিছু থেমে থাকে না । সরকারী দল অথবা বিরোধী দলের কেউ মরে গেলেও দেশ চলবে । আবার খবরের কাগজে মন দিলাম ।

আমি তুলা রাশির জাতক । তুলা রাশিতে আজ লিখেছে- 'আজ নিজেকে সামলে চলুন । মনের মাঝে জমে থাকা কষ্টগুলো আজ দূরীভূত হতে পারে । অহেতুক কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন । সুনাম ধরে রাখতে চেষ্টা করুণ ।

বস্ত্র ব্যবসায়ীদের লাভ কমে যেতে পারে । আজ কোনো সংবাদে আনন্দ বা দুশ্চিন্তা দুই-ই তৈরি হতে পারে । যাদের নাক, কাল অথবা গলায় অসুস্থতা আছে তাদের কষ্ট বেড়ে যেতে পারে । ' রাশি হচ্ছে ফালতু একটা বিষয় । এর পেছনে সময় ব্যয় করার কোনো মানে হয় না ।

শুধু মাত্র বোকা'রাই খবরের কাগজে রাশিফল মন দিয়ে পড়ে । আলিঁয়স ফ্রসেজের লা গ্যালারিতে পিয়ার ক্লাকার একক আলোকচিত্র প্রদর্শনী এবং গ্যালারি জুমে ইলোডি ওবারলি চিত্র প্রদর্শনী 'মুডস' । এটা খুব ভালো সংবাদ । টিভি চ্যানেল গুলো বিশেষ বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছে । সব অনুষ্ঠান শুধু ভালোবাসা নিয়ে ।

এত ভালোবাসা !! ইন্টারনেট- ফেসবুকের কল্যাণে যোফাযোগটা খুব সহজ হয়ে গেছে । কিন্তু নিরাপত্তার বিষয়টা নিয়ে কেউ ভাবে না ! বন্ধু নির্বাচনে মেয়েদের অনেক সর্তক হওয়া উচিত । হুটহাট সিদ্দান্ত নিলে ভুল হবে, হবেই । তার মানে এই নয় প্রযুক্তিকে বাদ দিয়ে দিতে হবে । কিন্তু যোগাযোগ সহজ হলেও আমি যাকে চিনি না, যাকে জানি না, তার সঙ্গে সম্পর্কে জড়ানোয আবে না ।

নো নেভার । অনেকদিন আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম । আজমেরী মা । তিনি অলৌকিক ক্ষমতা সস্পূর্ণ । দেশ বিদেশে অনেক পুরস্কার পেয়েছেন ? আজমেরী মা যে কোনো সমস্যার সমাধান করে দিয়ে পারেন ।

আমি গেলাম বায়তুল মোকারম তার অফিসে । বিশাল অফিস । আজমেরী মা বোরকা পড়া । আমি বললাম মুখ না দেখে কথা বলব কি করে ? বোরকা খুলুন । আজমেরী মা বোরকা খুললেন ।

খুব সুন্দরী একটা মেয়ে । চোখে কাজল দিয়েছে । কপালে টিপ পরেছে । হাত ভর্তি চুড়ী । এত সুন্দর একটা মেয়েকে দেখেই তো মন ভালো হয়ে যায় ! মেয়েটি তার সুন্দর গলায় বলল, আপনার সমস্যা বলুন ।

আমি বললাম আপনি কি আসলেই সমস্যার সমাধান করতে পারেন ? মেয়েটি বলল- আমি কিছুই পারি না । হাসি মুখে সুন্দর করে কথা বলি - ব্যস আর কিছু না । এতেই অনেকে শান্তি পায় । অনেকগুলো করে টাকা দিয়ে যায় । তারপর আরও কিছুক্ষন কথা হলো, মেয়েটি কফি খাওয়ালো ।

আমার কাছ থেকে চেয়ে সিগারেট খেলে । একদিন আব্বা আর আমি বাংলা মটর যাচ্ছি রিকশা করে । আব্বা মোবাইলে যেন কার সাথে কথা বলছে । মগবাজারের জ্যামে আটকে আছি । হঠাত বোরকা পরা একজন মহিলা এসে আমার হাতে একোটা কাগজ দিয়ে গেল ।

বোরকা পরা মহিলাটি- দেখলাম সেই কাগজ অন্যদেরও দিচ্ছে । ব্যাপারটা সবাই খেয়ালা করেও খেয়ালা করছে না । সেই কাগজে অদ্ভুত সব রোগের কথা লেখা । এবং সেই সব রোগ গ্যারান্টি দিয়ে সারানো হয় । পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ।

তারা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে দেয়-এর জন্য লাগবে ৮০০/- টাকা । এক ধরনের হালুয়া আছে যার নাম পোস্তাই হালুয়া । এটা খেলে নাকি শরীরে শক্তি উৎপাদন হবে, এটার দাম ৩০০/- টাকা । এক ধরনের মালিশ পাওয়া যায়, নাম হচ্চে শক্তি মালিশ । এই মালিশ ব্যবহার করলে অনেকগুলো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তিন দিনের মধ্যে ।

ঠিকানাতে লেখা, শাহজাদপুর বাসস্ট্যান্ড নামুন রোডের পূর্ব পার্শ্বে সাইন বোর্ড দেখুন । মোবাইল নম্বর দেওয়া আছে । আমি ফোন করেছিলাম । বন্ধ পেয়েছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।