সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া । মেঘের বন্দনা চলছে ক্লান্তিহীন, ব্যাঙ ডাকা সন্ধ্যার আভা জড়ানো নীলিমায়, কান পেতে বিষন্নতার রাজ্যের সমুদ্রের আছড়ে পড়া, ঢেউয়ের শব্দ শুনেছে অবুঝ বালক। ক্ষণজন্মা এ আমি, অস্তিত্ব দৃশ্যত পুরান, তবু প্রাণচঞ্চল এ দেহ পড়ে রয়, ভষ্মিত হওয়া গোলাপের পাপড়ির মত, জেগে থেকে জোনাক গুনি। বিমর্ষ আমি, প্রেমিকার নীল বেদনার উচ্ছল কান্না, আর ছোট্ট শিশুর, ছোট্ট বায়নার মত। দৃশ্যপটে আলতা আঁকা ভীরু পায়ের নুপূর জড়ানো ছবির ক্যানভাস, শ্রাবন ধারার আজ অবিরাম অবিনাশ, বৃষ্টির এ শব্দ টিনের জং ধরা চালে আজ যেন নুপূরের প্রতিধ্বনির অনুরণন, আমি ঘুমিয়ে পড়ি, বাতায়নে জ্যোৎস্না এসে জড়িয়ে নেয় আমার এ দেহ, তার মাঝে তোমার ছায়া এসে বলে, এসো কৃষ্ণপক্ষে জ্যোৎস্না দেখি, আমি তোমার চোখে চোখ রাখি, কোন এক বিদগ্ধততায় আর, সৃষ্টি সুখের অজানা এক বিরহে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।