দ্বিধা-দ্বন্দের সমীকরণ ! বিষাক্ত গ্যাসের মত মৃত্যু ওর বীভৎস গন্ধে সেঁটে দেয় কৃষ্ণপক্ষ । তটহীন সাগরে সভ্যতার বাস্তবিক উৎকট দুর্গন্ধে স্থির মুহূর্তে-ভয়ংকর গোপন সত্যে , বিষাক্ত গ্যাসের মত মৃত্যু ওর বীভৎস গন্ধে সেঁটে দেয় কৃষ্ণপক্ষ ক্ষতবিক্ষত সত্যের-নিথর দ্রোহের গহবরে ! নিঝুম পথে নিথর স্বাধীনতার বীভৎস মৃত্যুগন্ধ- শীর্ণ গলির ভেতরেও ব্রেকিং নিউজের মত ছড়িয়ে পড়ে । বিরান মুলুকে বড্ড বেখেয়ালি সময়ে , শকুনগুলো ক্রমে মাথাচাড়া দিয়ে ওঠে সভ্যতার মেকি প্রসাধনী গায়ে মেখে । এরপর অগণন বুকের দীর্ঘশ্বাস, ঝাঁঝাঁ বুলেট বৃষ্টি পারিপার্শ্বিক যত ফেনিল বিকার- ক্ষত-বিক্ষত সভ্যতায় ঢাকা অন্ধকারের গহবরে সভ্যতার পসরা সাজায় ঝলমলে সপ্নভঙ্গের বাস্তবিক ক্রন্দনে । অথচ কৃষ্ণপক্ষের বীভৎসে- আগুন পেরুবার মন্ত্রে ছাইভস্ম ঠিকরে বেরুতে চায় নিথর সত্য ! সময়ের উৎসুক চোখে যে সভ্যতা জাগ্রত করেছিলো বিশ্ববিবেক- ঊর্মিল জলরাশির ফেনিল দাগে ফুলে ফেঁপে ওঠা এই দুরহকালে মূক হয়ে আসে তার পনের কোটি বিবেক নিদারুন সপ্নভঙ্গে ; বিষাক্ত গ্যাসের মত মৃত্যুর বীভৎস গন্ধে সেঁটে দেয়া কৃষ্ণপক্ষে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।