যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয় .......... ঘুরে বেড়াতে কার না ভাললাগে আমিও এর ব্যতিক্রম নই। দক্ষিনাঞ্চলে আমার প্রথম বেড়াতে যাওয়া কুয়াকাটায়। যার কারনে নতুন অনেক কিছুই দেখা হয়েছে।
কক্সবাজারে চেয়ে অনেক বেশি ভাললেগেছে কুয়াকাটা। কিন্তু ভাঙ্গা রাস্তা এবং হোটেলের সমস্যার কারনে বেশি সময় থাকতে পারিনি।
তবে সুযোগ পেলে আবারও যাওয়ার ইচ্ছে আছে।
নতুন লেগেছে বাইক সার্ভিসটি
হোটেল পাচ্ছিলাম না, অনেক খোজার পর এই হোটেলটি পেয়ে গেলাম। বাহির থেকে দেখতে ভাল লাগলেও ভিতরের অবস্থা মোটেও ভাল ছিল না। তবে অন্য আর কোন হোটেল খালি না থাকায়। এখানেই থাকতে হয়েছিল।
।
বিচের কিছু ছবিঃ
ওয়াও শুটকি মাছ, বিশাল বিশাল মাছের শুটকি তৈরি হচ্ছে সাগর সৈকতেই।
শাপলাপাতা মাছ (স্টিং রে ফিস) দেখলাম কাটা হচ্ছে বিক্রির জন্য
বিশাল বৌদ্ধ মূর্তি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।