জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.। গত মাসের পনেরো তারিখ যখন আমি বাড়িতে আসি, ভেবেছিলাম অনেকদিনের ছুটি। এবারটি খুব করে ছুটিটা উপভোগ করবো। বন্ধুরা মিলে খুব মজা করবো, ভর দুপুরে মাঠ দাপিয়ে বেড়াবো আরো কত কি ভেবেছি...। যাই হোক কয়েকটা দিন আমার ছোট্ট মফস্বল শহরের বাতাস, মাটি, জল আর সবচে' বেশি ধুলা-বালি সাথে কাটিয়েছি। পুরোনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা আর সাচ্চু-বাবুল-হারমিসন ভাইয়ের চায়ের দোকানের জমানো খাজুইরা আলাপ গুলা অনেক উপভোগ করেছি। জানি আমি আবার এই আড্ডার মাঝে, আবার বন্ধুদের আর বড়-ছোট ভাইদের মাঝে ফিরে আসবো, আবার জমবে সেই খাজুইরা আলাপ। হয়ত অসীম ভাইকে নিয়ে শীতের কনকনে হাওয়ার হাজারটা খুঁত বের করছি অথবা ফোনের দোকানে গতরাতের ম্যাচটা কোন কারণে কোন দলটা হারলো ইত্যাদি সব আলাপচারিতা...। নতুন কোন মুখ হয়ত আসবে প্রবাস থেকে, আর আমরা তাকে নিয়ে যাব মাঠে খেলাতে! অথবা উন্মুখ হয়ে শুনবো জুয়েল-রকিদের নতুন কোন ক্ষেপ-ম্যাচ কাহিনী! আবার হয়ত শুনব তারেকের নতুন কোন মেয়ে আবিষ্কার! অথবা মারুফ শুনাবে তার নতুন কোন মেয়ে-বন্ধুর খবর! তবে যাইহোক বন্ধুরা আমি সবসময় বাড়ি আসাটা খুব উপভোগ করি। আবার আসবো আমি ফিরে তোমাদের ভিড়ে, ঠাকুরবাড়ির মোড়ে! দেখা হবে বন্ধু, ইনশাল্লাহ দেখা হবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।