হৃদয় মন্দিরে আপন হয়ে উঠা সম্পর্কগুলো হাজার বছর ধরে অযত্নে পড়ে থাকলেও নষ্ট হয়ে যায় না। সেই জায়গাও কেউ দখল করে নিতে পারে না শত চেষ্টাতেও।
পরের দিনই চলে যাবে ঢাকার বাইরে.মাস খানেকের জন্যে ।এই দফায় শেষ দেখা করতে এলে রঞ্জু গুন গুন করে গান গাইছিল...আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় । নিশার অভিমান করতে ইচ্ছে হচ্ছিল, এ দেখাই শেষ দেখা কেনই বা হবে...তাদের সারা জীবন ভর দেখা হবে । বুড়ো থুথ্থুরে হয়ে যাবার পরেও বিকেল গুলোতে তারা একসাথে বসে চা খাবে ।
কাপড়গুলো ধুয়ে গেলে ফিরে এসে ফ্রেশ কাপড় হাতের কাছে পাওয়া যাবে, ওয়াশ রুমের টাইলসের ফ্লোর ফেনায় ভরে গেছে...এর মধ্যেই নিশার কাপড় কাচা চলছে...ক্রিরিং ক্রিরিং করে মোবাইল ফোনের 'নস্টালজিক' রিং টোনটা বেজে উঠলো...নির্ঘাত রঞ্জু ফোন করেছে বিদায় জানাতে, নিশা তাড়াহুড়ো করে বের হতে যেয়ে পিছলে উল্টে গিয়ে হাই কমোডের একপাশে বাড়ি খেয়ে ফ্লোরে পড়লো...ওয়াশ রুম থেকে অনেক্ষণ সারা শব্দ না পেয়ে দিশা যখন আবিষ্কার করলো ততক্ষণে তাকে হাসপাতালে নেয়া জরুরী...
সলিমুল্লাহ থেকে পাশ করা রঞ্জু শেষ দেখা করার দিন নিশাকে জানিয়েছিল পিজিতে ঘর্মঘট চলছে...আর নিশাকে নেয়া হলো সেই পিজি হাসপাতালেই...
সময়মতো ঠিক যতোটা চিকিৎসা পাওয়ার কথা ছিল...নিশার দূর্ভাগ্য!
রঞ্জু জানাতে জানতে নিশা কোমায়...
যখন নিশাকে দেখতে পেল, তখন নিশার শ্বাস-প্রশ্বাস উঠা নামা দেখা ছাড়া নিশার সাথে কথা বলার আর কোন সুযোগই রইলো না ।।
আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়
আবার কথা হবে, এখনই শেষ কথা নয় ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।