যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. আসলে ডিডস এ্যটাক কিভাবে একটা ওয়েব সাইট বন্ধ করে: ( ভিডিওটির ৫৮ সেকেন্ড এর মন্তব্যটা শুনুন) সাধারন কিছু ডস্ কমান্ড ব্যাবহার করে যদি একটি ওয়েবপেজ এ প্রতি সেকেন্ড প্রচুর সংখ্যায় একসেস্ রিকোয়েস্ট পাঠানো হয় তাহলে এবং তা যদি একই সাথে অনেক কম্পিউটার থেকে পাঠানো হয় তবে নিদৃষ্ট একটা পর্যায়ের পরে (প্রায় ১ ঘন্টার মত) ওভার লোডের কারনে বন্ধ হয়ে যাবার হুমকিতে পড়ে। ডস্ কমান্ড ব্যাবহার করে ডিডস এ্যটাক: ডিডস্ এ্যাটাকের জন্য সফট্ওয়ারও আছে কিন্তু! যেমন Good-Bye-v5.2 তবে এগুলো ব্যাবহার করা অনুচিত। Good-Bye-v5.2 এটি খুব সাধারন মানের, সুপরিচিত এবং সময় সাপেক্ষ একটি পদ্ধতি.... স্বাভাবিক অবস্থায় করোরই উচিত হবেনা বিনা কারনে এতো সময় ব্যায় করে এধরনের কাজ করা। কিন্তু যদি কারন থাকে আর কেউ সময় খরচ করে এধরনের কার্যক্রম পরিচালনা করেন তাহলে (অন্যকে দায়ী না করে) নিজ বিবেচনায় করবেন। ধন্যবাদ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।