শাফিক আফতাব বৌদি, তোমাকে আজ এই যৌবনবেলায় এসে মনো হলো, বিশেষ করে স্কুলবেলায় যখন তুমি শাটের বোতাম লাগিয়ে দিতে, কলার ঠিক করে দিতে, মুখে দিতে খাঁটি সরিষার তেলে, আর রাতের বেলা একদম বুকের মধ্যে নিয়ে পিষে রাখতে আমাকে, আমার কী যে ভালোলাগতো, বৌদি অনেকগুলো বছর পেরিয়ে এলাম, কত ধকল গেলো জীবনে, তবু তোমাকে মনে হলে, মনে হয় ; আমি তোমার সেই ছোট্ট শিশুটি আছি, শীতের রাতে উষ্ণতা পেতে আমাকে শক্ত করে ধরেছো তোমার স্নেহভরা বুকের মধ্যে। যেদিন তুমি আমাদের বাড়ি ছেড়ে যাও, আমি কেঁদেছিলাম, আর কেঁেদছিলো আমাদের দুধেল গাভীটি। কোথায় আছো বৌদি, আমার তো সুন্নতে খাতনা হবে। তুমি দেখবে না ? পটি বদলাবে কে আমার ? তুমি ছাড়া এ কাজ কেউ পাবেনা আর। বৌদি তুমি আমার মা। ১৩.০৪.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।