আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে চ্যাটে নিজের বা বন্ধুর প্রোফাইল পিকচার অথবা নতুন ইমোটিকন ব্যবহার করে চমকে দিন

হাফ ইঞ্জিনিয়ার কিছুদিন সামহোয়ারিন ব্লগের ইমোটিকনগুলো টেকটিউনস এর মডারেটর সাইফুল ফেসবুকে চ্যাট ইমো হিসেবে ব্যবহার নিয়ে একটা লেখা দেখেছিলাম। তখন চিন্তা এল কিভাবে তা সম্ভব হল? হতে পারে সেটি ফেসবুক এপ্লিকেশান ব্যবহারের মাধ্যমে এই ইমোগুলো আপলোড করা হয়েছে তাই দেখাচ্ছে,কিন্তু যতটুকু জানি সাইফুল এখন পর্যন্ত ফেসবুক এপ্লিকেশান বানানোর ব্যাপারে অভিজ্ঞ হয়নি। তখন মাথায় এল নিশ্চই এখানে কোন ট্রিকস আছে যাতে নির্দিষ্ট ওয়ার্ড দিয়ে ফেসবুকে থাকা কাষ্টম ইমেজ দেখানো যায়। নেটে সার্চ করে দেখলাম পদ্ধতি একবারেই সোজা। :-o প্রথমে বলে নেই, নিজের বা বন্ধুর প্রোফাইল পিক ইমোটিকন হিসেবে ব্যবহারের জন্য আপনাকে আপনার প্রোফাইল এর নাম্বার অথবা নামের প্রথম অংশ বা প্রোফাইল লিংক এর শেষের নামটি জানতে হবে।

যেমন, আমার ফেসবুকের লিংক হচ্ছে এটি এখানে গেলে শেষে nisacara আছে। যাদের এটি নেই তারা প্রোফাইল নাম্বার খেয়াল করুন। এবার শুধু ওই লেখাগুলো আগে পিছনে দুটি করে ৩য় বন্ধনী [[nisacara]] বা [[profile number]] লিখে এন্টার দিলেই হবে। দেখবেন প্রোফাইল পিকচার ছোট হয়ে ইমোটিকনের মত দেখাচ্ছে। এটি ফ্যানপেজ বা গ্রুপের ক্ষেত্রে কার্যকর হবে, যেমন, [[techspate]] লিখলে টেকস্পেট ফ্যানপেজের প্রোফাইলে যেই পিকচার আছে,সেটি দেখাবে।

একইভাবে [[google]] লিখলে গুগলের পেজের প্রোফাইল ইমেজ দেখাবে। >> আপনি যদি সাইফুল এর মতো কাষ্টম ইমোটিকন বানাতে চান তাহলে প্রথমে আপনাকে ওই নামে একটি একাউন্ট বা ফ্যানপেজ খুলতে হবে এরপর ইমোটিকনগুলোর বড় পিক্সেলের ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে হবে যাবে ইমোটিকন হিসেবে ব্যবহারের সময় সুন্দরভাবে আসে। এবার ওই পেইজের নাম বা প্রোফাইল নাম্বার বন্ধনীর মধ্যে রেখে এন্টার চাপলেই অপর প্রান্তের জন দেখতে পাবেন। >>সামুর ইমোগুলো চ্যাটে ব্যবহারের নিয়ম জানতে এই লিংক এ যান। >>এটা শুধুমাত্র চ্যাটে কাজ করবে কমেন্টে বা স্ট্যাটাসে কাজ করবে না।

পুর্বে টেকস্পেটে প্রকাশিত। টেকস্পেট এ এ সপ্তাহের কিছু পোস্ট যেগুলো আপনার হয়তো দরকারে লাগতে পারে ১। library.nu তে লগিন করতে পারছেন না? বইও নামাতে ব্যর্থ? সমাধান এখানে ২। টেকস্পেট স্পেশাল ল্যাপটপের যত্ন-আত্তি ৩। এক মাসে ১০ টি শনিবার ! তাও আবার ফেব্রুয়ারি মাসে !!! ৪।

অফিস নিয়ে কারবার পর্ব:১ :: নিজের পছন্দমত ফন্ট ও সাইজ (বাংলাসহ) ডিফল্টে নেওয়ার পদ্ধতি ৫। অফিস নিয়ে কারবার পর্ব:২ :: এমএসওয়ার্ড ২০০৭-১০ কাস্টোমাইজেশন; একই ডকুমেন্টে বিভিন্ন হেডার ফুটার ব্যবহার করার নিয়ম এবং পেজ কালার প্রিন্ট্যাবল করার পদ্ধতি  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.