আমাদের কথা খুঁজে নিন

   

নিকাশের দায় রেখে

প্রকাশ ও প্রকাশ্যের মাঝে টানা-পোড়েন প্রকাশিতকে স্থান ও কালের বাঁধনে টানে। এই আসরে কথা বলার নিয়ম থাকে। কবিতা নিয়ম ভেঙে সেই নিয়ম খুঁজে বের করে। আর কবি এর মাঝে সম্পর্ক বিচারের সরব কারিগর। যা খুঁজি তা পাওয়া যায় না, ফলে সৃষ্টি করতে হয়।

সমস্ত সৃষ্টির সঙ্গে এই হচ্ছে কবিতার মেল-বন্ধন। বাঙ্গময় যখন নীরবতা, কথা যখন ভাষা হারা, যখন দিনের কাজের ত্রুটিতে রাতের ভাষা বাঁধা হয় না, তখন বিবরণের ব্যাকুলতা কবিতায় রূপ নেয়। এই বিবরণের কিছু পাতা উড়ে গেছে গোলাপে, কিছু বা শরতের কাশে। পাখির গান উড়িয়ে নিয়ে গেছে তার কিছু। সেই গল্প লুটে নিয়ে গেছে কিছু বাগানের মালি, কিছু বা ব্যাধ।

বৃক্ষের জন্য পত্রের আত্ম-ত্যাগ যে প্রথায় অনুবর্তন, কবিও সেই সৃষ্টির সার্বিক প্রক্রিয়ার অনুগত। ফলে অর্থ উৎপাদনের প্রক্রিয়া অনর্থকে বাজিয়ে দেখবে। যা কিছু অর্থের গায়ে মরচে ধরিয়েছে তাকে সাফসুতরো করবে। সেই কাজ শুধু শব্দের নয়। তার সাথে জুড়ে আছে জীবন, আছে বহাল সম্পর্কের সাথে জীবন্ত বিচার প্রক্রিয়া।

সেই জন্য এখানে নিকাশের দায় থাকে। কবিতা এমন করে মানুষের জীবন আর প্রতিষ্ঠানে যা কিছু অর্থহীন হয়ে গেছে তাকে নিষ্কাশিত করে, করে এসেছে। (বইয়ের ফ্লাপ অংশ, লিথেছেন : জাভেদ হুসেন) ব্লগে অপ্রকাশিত একটি কবিতা : রোদ দু’পা ফেলি আবার পিছলে পড়ি এমনই ভেজা পথ; কী করি— ওঠে না রোদ দিনের পর দিন। বাবা জমি চষে, বীজ বোনে— এক সময় ক্ষেত ভরে ওঠে রোদে; আমাদের আঙ্গিনায় রোদ নেই। মা কারখানায় চাকা ঘোরায়— উৎপাদন হয় লক্ষ লক্ষ টন রোদ; আমাদের আঙ্গিনায় রোদ নেই।

আমি রহমতপুরে পাথর কাটি— অজস্র ধারায় নামে চড়া রোদ; আমাদের আঙ্গিনায় রোদ নেই। ভাই দূরের শহরে সুইচ টেপে— রোদে ভরে ওঠে গুদাম ঘর; আমাদের আঙ্গিনায় রোদ নেই। বোন গার্মেন্টসে কাটিং করে— উৎপাদন হয় অজস্র উত্তপ্ত রোদ; আমাদের আঙ্গিনায় রোদ নেই। মালিকের অনেক গুদাম ঘর— গুদাম ঘর ভরা রোদ আর রোদ আমাদের আঙ্গিনায় রোদ পড়ে না আমাদের কালিঝুলিমাখা গায়ে রোদের তাপ লাগে না কিন্তু দিনের পর দিন আমরা উৎপাদন করি সীমাহীন রোদ। আমার ছবি : প্রতিস্থান : @ সূচীপত্র, ষ্টল নং- ২১১, ২১২, ২১৩ @ উলুখাগড়া, (লিটল ম্যাগাজনি চত্বর) সবার প্রতি অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.