আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত যা দিয়েছি ভুলে দিয়েছি। আমি আবার পাকিস্তান জেলে চললাম...

মানুষ পৃথিবীর সবচাইতে উন্নত প্রাণী। তারপরো একমাত্র মানুষই সব নোংরা কাজের উতস। এক মুরুব্বি সন্ধ্যায় বলছেন, শেখের বেটি এট্টা কাম করলো !! বাপের মান ইজ্জত আর কিছু রাখলো না!! আসলেই ঠিক তাই। নাস্তিক ইস্যু নিয়ে লীগ, মুক্তিযুদ্ধের চেতনা, শাহবাগ সব কিছু মিলিয়ে হাসিনা একদম খিচুড়ি বানিয়ে ফেলেছে। হাটহাজারী গ্রুপের এক ধমকে সরকারের মসনদ কেপে উঠেছে। আসলেই ফানি এই দেশের রাজনীতি। সেলুকাস !! শেখের বেটিরে জিগাই, আচিপ ছাগুটারে ধরলা ধরলা তার আগে গানম্যান দিলা ক্যান ? গণমঞ্চরে প্রশ্নবিদ্ধ করলো এই শুয়ারগুলো এর বিরুদ্ধে আরো আগে ব্যবস্থা নিলা না কেন ? এখন এই কীটগুলারে গ্রেপ্তার কইরা দেখাইতে চাও বাংলাদেশের বাকস্বাধীনতার অবস্থা ? শেম শেখের বেটি শেম। তুমার বাপজান বাইচা থাকলে বলতো "রক্ত যা দিয়েছি ভুলে দিয়েছি। আমি আবার পাকিস্তান জেলে চললাম।"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.