শিবিরের স্লোগান
দিয়েছি তো রক্ত, এবার খাবো রক্ত
ঢাকা: রাজধানীর নতুন বাজার এলাকার ভাটারায় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচিতে জামায়াত-শিবিরের মুহুর্মুহু স্লোগানের মধ্যে ‘দিয়েছি তো রক্ত/এবার খাবো রক্ত’ স্লোগানটি সবার দৃষ্টি আকর্ষণ করে।
বুধবার বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণ ছাড়া জোটভুক্ত অন্য রাজনৈতিক দলগুলোকে দেখা যায়নি।
এদিন বেলা ১টা থেকেই বালুর মাঠে উত্তরা, গুলশান, বনানী, বাড্ডা, খিলখেত থেকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিলসহ জড়ো হতে থাকে। বেলা পৌনে ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তখন থেকেই বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা শুরু করেন।
গণসংযোগ কর্মসূচি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হলেও বিএনপি’র প্রধান রাজনৈতিক মিত্র জামায়াত-শিবিরের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, স্লোগানে, বক্তৃতায় ছিল যুদ্ধাপরাধের অভিযোগে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তাদের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি।
শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অস্বচ্ছ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ষড়যন্ত্রমূলক এমন প্রচার প্রপাগাণ্ডাও চালানো হয়।
ব্রিটিশ সাপ্তাহিক ‘দ্যা ইকোনোমিস্ট’ এ প্রকাশিত একটি প্রতিবেদনের বাংলায় অনূদিত লিফলেট, অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাইদীর জবানবন্দী প্রচার করা হয়।
ঢাকা মহানগরী শাখার প্রকাশিত লিফলেটে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার জামায়াতে-শিবির। ’ এর পরের লাইনে লেখা হয়েছে, ‘সরকারের জুলুম-নির্যাতন ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
বিচারের নামে প্রহসন বন্ধ করে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আযম ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শীর্ষ নেতাদের মুক্তি দিন। ’
সমাবেশে জামায়াত-শিবিরের মুহুর্মুহু স্লোগানেও ছিল এসব দাবির প্রতিধ্বনি। তবে সবচেয়ে ভয়ঙ্কর স্লোগান ছিল ‘দিয়েছি তো রক্ত/এবার খাবো রক্ত’। আর তখনি শোনা গেলো পাশ থেকে একজন বলছেন, ‘আর কতো রক্ত এরা খাইবো?’
বাংলাদেশ সময়: ২৩২৭, ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।