হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে... শিক্ষাগত যোগ্যতাঃ গ্রেজুয়েশন, উচ্চমাধ্যমিক হতে পারে তবে ইংরেজীতে দখল থাকতে হবে।
এটি কোন কোচিং সেন্টার নয়, আমি বাসায় শিখাব এবং এই মুহুর্তে শুধু মাত্র ৫ জনকে শিখাব। কোচিং সেন্টারের মত কোন ফাকিঁ নেই কারন আমি প্রফেসনালি শিখাইনা। হাতে সময় আছে তাই চাচ্ছি নিজের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে কয়েকজন বেকার বা তরুনদের দক্ষ করে তুলতে। যা ভবিষতে আমার জন্য গর্বের বা এক ধরনের অর্জন হবে।
৫ বছর আগে আমি ৫জন কে শিখিয়েছিলাম। তারা এখন অন্যরকম উচ্চতায়। আর এখন আমি দক্ষতা এবং অভিজ্ঞতায় আরো সমৃদ্ধ।
গ্রাফিক ডিজাইন শিখে যা করতে পারবেনঃ
বর্তমান যুগে দিন দিন গ্রাফিক ডিজাইন অত্যান্ত জনপ্রিয় হয়ে উঠছে। দেশে বিদেশে বা দেশী বিদেশী সরকারী বেসরারী প্রতিষ্ঠান গুলোতে তাদের প্রচার কাজে গতি আনতে গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিচ্ছে।
বর্তমানে ইমেজ এডিটিং কাজে গ্রফিক ডিজাইনারের এক ধরনের আকাল চলছে বলা যেতে পারে, বিভিন্ন দেশী বিদেশী কোম্পানী গুলো মাসের পর মাস বিডিজবস সহ বিভিন্ন জবপোর্টলে জব-সার্কুলার দিয়ে রাখলেও দক্ষ গ্রাফিক ডিজাইনার খুজে পাচ্ছেনা।
কারন- গ্রাফিক আর্টস ইন্সটিটিউটিট, চারুকলা, ইউনিভার্সিটি অব ডেভোলাপমেন্ট অলটারনেটিব (ইউডা) এবং শান্তমারিয়াম এই কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কয়জন গ্রফিক ডিজাইনার বা এই রিলেটেড মানব সম্পদ প্রতিবছর তৈরী হয় তা বর্তমান চাহিদার তুলনায় অনেক কম। বিশেষ করে এখন অউটসুসিং গ্রফিক্স বা ইমেজ এডিটিং এ বাংলাদেশ ইউরোপ আমিরাকার মার্কেট দখল করে নিয়েছে। তাছাড়ার নিজে ঘরে বসে কাজ করতে পারবেন, নিজে ব্যাবসা প্রতিষ্ঠান দেয়ার সুযোগত থাকছেই।
এখানে কিছু জবস অফারের লিংক দেয়া হল লক্ষ করেরন কি কি চেয়েছে এবং কতজন করে ডিজাইনার চেয়েছে, এবং ফোন করে দেখতে পারেন কতজন পেয়েছে-
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
যে যে প্রোগ্রাম শিখানো হবে-
প্রোগ্রামঃ
১।
এডবি ফটোশপ
২। এডবি ইলাষ্ট্রেটর
৩। এডবি ইন-ডিজাইন
বোনাসঃ
১। এম এস ওয়ার্ড
২। এম এস এক্সেল
প্রোগ্রাম শিখানের পর যে যে কাজ শিখানো হবে-
গ্রাফিক ডিজাইন ব্যাপারটিই হল ডিজাইন তৈরী করার আগেই এর সর্বশেষ ফলাফলটা নিজের চোখে দৃশ্যমান করা বা কন্সেপ্ট তৈরী করা।
গ্রাফিক ঠিজাইনে কন্সেটালাইজেশন ব্যাপারটিই হচ্ছে খুব গুরুত্বপূর্ন। যার কন্সেপ্ট যত ইউনিক বা সচ্ছ তার ডিজাইন ততই মূল্যবান। সুতারং কোন কাজে কিভাবে কন্সেপ্ট তৈরী করা হয় বা কি ধরনের কন্সেপ্ট তৈরী করতে হবে এই ব্যাপারেও দক্ষতা অর্জন করতে সাহায্য করা হবে। গ্রাফিক ডিজাইনে একটি কাজ কিভাবে শুরু করব বা কোন প্রোগ্রামে কাজটি করব এই ব্যাপারটিও গুরুত্বপূর্ন তাই যে কোন কাজ দেখলেই যেন চোখের সামনে ভেসে উঠে কাজটি কিভাবে করেছে এই ধরনের দক্ষতা তৈরী করতে সাহায্য করব।
ইমেজ এডিটিং, আউটসোর্সিং গ্রাফিক্স সলিউশন বা গ্রাফিক অফশোরঃ
ক্লিপিং পাথ-মাল্টি এবং কম্পাউন্ড পাথ সহ বিভিন্ন ধরনের পাথ, সফট মাস্ক- হেয়ার মাস্ক সহ বিভিন্ন ধরনের মাস্কিং, বিভিন্ন ধরনের রি-টাচ, বিভিন্ন ধরনের সেডু মেকিং, বিভিন্ন ধরনের ইমেজ এডিটিং, কালার কারেকশন, কালার সেপারেশন, লিকোফাইং, গ্লামার ডিজিটাল ম্যাকাপ, আই-গ্লাস রিমুবিং, ইমেজ মেনুপুলেশন এবং রাস্ট্রার টু ভেকটর সহ অনেক ধরনের কাজ।
এ্যাডভাটাইজিং এরিয়াঃ
করপোরেট লোগো ডিজাইন, বিসনেস কার্ড, লেটার হেড, পেপার এ্যাড, ফোলডার, ফ্লাইয়ার, বিলর্বোড, বেনার, ক্যাটালগ, কেম্পেইন পোষ্টার, ডিভিডি কভার, ডিস্ক ডিজাইন, ফেইসবু ফ্যান পেইজ ডিজানই, ওয়েব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড, ওয়েব টেমপ্লেট সহ বিভিন্ন ধরনের মর্ডান কাজ।
তাছাড়া গ্রফিক ডিজাইনের যে কোন সমস্যার সমাধান বা নতুন টেকনোলজীর যে কোন কাজ দেখানো হবে।
আমার অভিজ্ঞতাঃ
১। ২ বছর মাল্টিন্যাশানাল কোম্পানিতে ইমেজ এডিটিং, গ্লামার মেকাপ এবং কালার কারেকশনের কাজ করার অভিজ্ঞতা।
২।
৪ বছর বিদেশী এ্যাড ফার্মে কাজ করার অভিজ্ঞতা।
৩। ২ বছর মাল্টিন্যাশানাল কোম্পানিতে লেভেল এবং প্যাকেজিং ডিজাইনে কাজ করার অভিজ্ঞতা।
৪। লেখাপড়া করেছি গ্রাফিক ডিজাই এবং প্রিন্টিং নিয়ে।
উল্লেখ্যঃ বাস্তব-সম্মত বা কমার্সিয়াল কাজ করে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
কোন টিউটোরিয়াল নয় আমি নিজ হাতে বাস্তব বা প্রেকটিক্যাল শিখাব। একটা কথা মনে রাখবেন যে কোন বিষয়ে টিউটোরিয়াল দেখে প্রাথমিক ধারনা পেতে পারেন বা নির্দিষ্ট কোন বিষয়ের সমাধান পেতে পারেন কিন্তু দক্ষতা অর্জন করতে হাতে কলমে বিস্তারিত শিখাটা জরুরী।
আমি আপনাকে শুধু শিখাব তা নয় আপনাকে দক্ষ করে তুলতে যা যা করনিয় তাহাই করব।
কোন কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন-
প্রতিনিয়ত যোগাযোগ রাখতে এখানে জয়েন করেন-
https://www.facebook.com/eycecreation
ওয়েব সাইটে ঘুরে আসতে পারেন।
- (যদিও এখনো সাইটটি সম্পূর্ন হয়নি)
http://www.eycecreation.com/
ফোন করতে পারেনঃ ০১৭১৩২০৩১৮৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।