আমি স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন দেখি,স্বপ্ন বানাই,স্বপ্নেই করি বসত।
প্রপোজ করার ক্লাইমেক্স সিনে নিজেকে আবিষ্কার করাটা খুব একটা সুখকর না হলেও খুবি বিনোদন মুলক এটা বলার অপেক্ষা রাখে না। আরও যদি নিজের উপস্থিতি ওই দুই কপোত কপোতীর কাছে ভেনিস করা থাকে তা হলে তো কথাই নেই। দুপুরে নিজ রুমে বসে অংক কষছিলাম,একটা বাচ্চা মেয়ের কণ্ঠ শুনে মনযোগ ছুটে গেল।
তার পর যা শুনতে পেলাম তা কিছুটা এই রকম,
-দেখেন ভাইয়া আমি কেবল মাত্র ক্লাস ফোরে পড়ি,আগে হাই স্কুলে উঠি,এস এস সি পাস করি......
-তার মানে তুমি আমার প্রস্তাবটা রাখছ না।
-না ভাইয়া সেটা না,আপনাকে ওয়েট করতে হবে।
-আচ্ছা,আর তুমি আমায় কি বলে ডাকবা এখন থেকে?
-কেন ভাইয়া বলেই ডাকব।
-কাল কোথায় দেখা হবে?
-কেন এখানেই দেখা হবে।
-কখন?
-টিফিনের সময়।
এমনও কি হয় এখন,একটা ক্লাস ফোরের মেয়ে(ছেলেটা আমার এজের হবে) ভালবাসার কি যে বোঝে আল্লাহই জানে। কাল আমার রুমের পিছনে আবার দেখা হবে তাদের,খুব ইচ্ছা করছে মেয়েটার সামনে গিয়ে বলতে,আপু তোমায় অনেক গুলা চকলেট কিনে দিব যদি ভালবাসা জিনিসটা কি বলতে পার।
বি:দ্র:সবাই এখন অনেক এডভান্স হইছে,আজ দেখলাম ক্লাস ফোর থেকেই শুরু। এই দিন হয়তোবা বেশি দূরে নাই যেদিন থেকে জন্মের পরপরই জি এফ/বউ বুকিং দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।