কে যেন একটা খোঁচা দিল। এক খোঁচা খেয়েই 'ঘামসূত্র'র কাজ শেষ করেছি। কাল রবিবার থেকে পাওয়া যাবে বইমেলায়। গদ্যপদ্য: স্টল নং ৩৬৩। একাডেমির পুকুরপাড়ের নতুন বিল্ডিংএ যাওয়ার পথেই 'গদ্যপদ্য'।
গতকাল সব্য ফের দিল হুমকি। হুমকি কাজে লেগেছে। সারারাত ঘুমোইনি, 'স্ট্যাটাসসমগ্র-১' এর প্রুফ দেখেছি এবং সকালেই 'অগ্রদূত'_প্রকাশক মনিকে ডেলিভারি করে দিছি। এখন 'স্ট্যাটাসসমগ্র'র যা কাজ থাকল তা করবে পৌষের বাবা, সব্যসাচী হাজরা।
গতকাল মেলা থেকে ৯০ টাকা দিয়ে কিনে এনেছি 'ধ্যানে ও যাপনে' কবিতার বইটি।
লেখক তনুজা ভট্টাচার্য, পৌষের মা। আরো কিনেছি 'জয়তী' থেকে প্রকাশিত ফাহমিদুল হকের গল্পের বই 'শিপ্রার শহরে কয়েকজন এজেন্ট'। জযতী থেকেই বেরিয়েছে আন্দালিব রাশদীর উপন্যাস 'পপির শহর'। উৎসর্গপত্র দেখে আমি রিয়েলি সারপ্রাইজড, হ্যাপি-হ্যাপি।
আজ আমি হাতে পাব আমার হালকা নির্বাচিত কবিতার ঢাউস এর প্রুফ।
১০ ফর্মার বেশি হবে। জয়তী থেকেই বেরুচ্ছে...
মেলা জমে উঠছে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।