এপার বাংলা আর ওপার বাংলার সাধারণ নারীর সৌন্দর্য দেখার সাক্ষী হতে চলেছে আপামর বাঙালি। সাধারণ নারীরা হারিয়ে যান সংসার কিংবা সামাজিক বেশ কিছু বাধার কারণে। আর সেই বাধাকে অতিক্রম করিয়ে তাদেরকেই সকলের সামনে নিয়ে তাদের সৌন্দর্য আর বুদ্ধিদীপ্ততার পরিচয় ঘটানোর এক প্রয়াসের সূচনাও ঘটে গেল সম্প্রতি। প্রতিযোগিতার মাধ্যমে সকলের সামনে এই সৌন্দর্য তুলে ধরার এক অভিনব প্রয়াসের উদ্যোগ নিলেন অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেঠ।
বাঙালি নারীর সৌন্দর্য সবর্জনবিদিত।
কিন্তু খুব কম বাঙালি নারী তার সৌন্দর্য এবং ট্যালেন্ট দিয়ে সকলের কাছে পৌঁছাতে পারেন। যারা পারেন তারা অবিবাহিত তরুণী। কিন্তু সে ধারণাকেও বদলে এই প্রতিযোগিতাকে দু’ভাগে ভাগ করে মিস এবং মিসেস অদ্বিতীয়ার প্রতিযোগিতার অভিনব প্রয়াস এটি। জানা গেল, এ প্রতিযোগিতার দুটি বিভাগে অংশ গ্রহণ করতে পারেন যে কোনও বয়সী তরুণী এবং বিবাহিতা মহিলারা। শুধু সৌন্দর্য নয়, তাদের ট্যালেন্ট দিয়ে মন জয়ও করতে পারেন বিচারকদের।
দেখুন গ্যালারি
পশ্চিমবঙ্গের ১৬ টি জায়গা থেকে এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং শিলেট থেকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তুলে আনা হবে এই “মিস এবং মিসেস অদ্বিতীয়াদের”। কিন্তু হঠাৎ এধরনের উদ্যোগ কেন? উদ্যোক্তা কেয়া শেঠের কথায়, “আমার কাছে বহু সাধারণ, এমনকী গ্রাম বাংলার কোর এলাকা থেকেও মহিলারা আসেন পরামর্শ নিতে। তাদের অনেকের এমন কিছু গুণ দেখেছি, কিন্তু নানা বাধার কারণে সেগুলি প্রকাশ পায় না। হারিয়ে যায় সামাজিক নানা বাধার কারণে আবার অনেকের হারিয়ে যায় সংসারের জাঁতাকলে। তাদের দেখেই আমার মাথায় আসে এদের কী করে সকলের সামনে আনা যায়।
বিশেষ করে এদের সৌন্দর্যের পাশাপাশি এদের ট্যালেন্টকে। আর সে ভাবনা থেকেই এই প্রয়াস”। কিন্তু কেমন হবে প্রতিযোগিতার মাপকাঠি। জানা গেল, প্রতিটি প্রতিযোগিতা থেকে তিন জন করে মিস এবং মিসেস তুলে আনা হবে। কলকাতায় কুড়ি পঁচিশ দিন গ্রুমিং, পার্সোনালিটি টেস্টের ওয়ার্কশপ করিয়ে এদের ফাইনাল প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হবে।
আর চূড়ান্ত প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যক্তিত্বদের সামনে কঠিন লড়াইয়ের মাধ্যমে নিজেদের প্রমাণ করে হতে হবে মিস এবং মিসেস অদ্বিতীয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।