আমাদের কথা খুঁজে নিন

   

রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর শুধু জন্ম তারিখ পালন করা হয় কেন?ইন্তিকাল তো একই তারিখে এবং একই দিনে হয়েছিল।সুতরাং একসাথে জন্ম ও মৃত্যু দিবস পালন করাইতো যুক্তিযুক্ত যেমন অন্যান্য মহামানব অলী-গাউসদের বেলায় মৃত্যু দিবসে ওরস পালন করা হয়ে থাকে?

বাংলাদেশের রাক্ষস রাজনীতিবিধদের মনে প্রানে ঘেন্যা করি। উত্তর দিয়েছেন,হযরতুল আল্লামা,ওস্তাজুল আসাতিজা,মুফাস্‌সিরে কুরআন,আলহাজ্ব মাওলানা হাফেয অধ্যক্ষ আব্দুল জলিল(রহমাতুল্লাহি আলাইহি)। প্রথম উত্তর হলোঃ- আল্লাহ পাক কোরআন মজিদে নির্দেশ করেছেন নিয়ামত পেয়ে খুশী ও আনন্দ করার জন্য। নিয়ামত পাওয়া জন্ম উপলক্ষেই হয়। যেমন কোরআনে আছেঃ- قل بفضل اللہ و برحمتہ فبذ لک فلیفرحوا অর্থঃ- “হে নবী ! আপনি এ কথা ঘোষনা করে দিন-মুসলমানগণ খোদার ফযল ও রহমত পাওয়ার কারনে যেন নির্মল খুশী ও আনন্দ উৎসব করে।

ইহা তাদের যাবতীয় সঞ্চিত সম্পদ থেকে উত্তম। ” তাফসীরে রুহুল মায়ানী উক্ত আয়াতে ‘ফযল ও রহমত’ অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর নাম উল্লেখ করেছেন-ইহা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর এক হাজার চারশত নাম মুবারকের মধ্যে ফযল,রহমত,বরকত,নেয়ামত,নূর-প্রভৃতি অন্যতম গুনবাচক নাম। সুতরাং নেয়ামত প্রাপ্তি উপলক্ষে শুকরিয়া আদায়ের জন্য বিভিন্ন অনুষ্ঠান করাই কোরআনের নির্দেশ। সূরা ইউনূসের উক্ত ৫৮ নং আয়াতে নবীজির জন্মোৎসব পালন করার স্পষ্ট নির্দেশ রয়েছে।

সুতরাং ঈদে মিলাদুন্নাবী ও জশনে জুলুস কোরআনের আলোকেই প্রমাণিত। (দেখুন তাফসীরে রুহুল মায়ানী সূরা ইউনূস ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা। )মোদ্দা কথা-আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর আবির্ভাব উপলক্ষে আনন্দোৎসব করার নির্দেশ দিয়েছেন। কিন্তু ইন্তিকাল উপলক্ষে শোক পালন করতে বলেননি। তাই আমরা আল্লাহর নির্দেশ মানি।

(যারা মিলাদুন্নাবী মানে না)ওরা কার নির্দেশ মানে? দ্বিতীয় উত্তরঃ- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নিজে সোমবারের রোযা রাখার কারন হিসেবে তাঁর বেলাদত ও প্রথম অহী নাযিলের কথা উল্লেখ করেছেন। কিন্তু দুনিয়া থেকে বিদায় গ্রহন বা ইন্তিকাল উপলক্ষে শোক পালন করার কথা উল্লেখ করেননি। যদি করতেন,তাহলে আমরা তা পালন করতাম। সুতরাং একই দিনে ও একই তারিখে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এর জন্ম এবং ইন্তিকাল হলেও মৃত্যুদিবস পালন করা যাবে না। এটাই কোরআন-হাদীসের শিক্ষা।

তৃতীয় উত্তরঃ- নবীজি তো স্বশরীরে হায়াতুন্নাবী। হায়াতুন্নাবীর আবার মৃত্যুদিবস হয় কি করে?কেই কি জীবিত পিতার মৃত্যু দিবস পালন করে?আসলে(যারা মিলাদুন্নাবী মানে না) ওরা কোনটাই পালনের পক্ষে না। এইসব শয়তানী কুটতর্কের অবতারণা করে থাকে। ওরা শয়তানের প্রতিনিধি। আমরা কোরআন নাজিলের আনন্দ উৎসব করি শবে ক্বদরে এবং নবীজীর আগমনের আনন্দ উৎসব পালন করি ১২ই রবিউল আউয়ালে।

ওরা কোনটাই পালন করার পক্ষপাতি নয়। আমারা সূরা ইউনূসের ৮৫নং আয়াতের নির্দেশ পালন করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।